কেরালায় জন্ম নেওয়া ২৫ বছর বয়সি বাঁহাতি এই ব্যাটার তিনটি ভিন্ন বিজয় হাজারে ট্রফি মরশুমে ৬০০-র বেশি রান করা প্রথম ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন রেকর্ডবুকে। চলতি মরশুমে এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ৬০৫ রান, যা তাঁকে এই বছরের প্রতিযোগিতায় একমাত্র ৬০০-প্লাস রান সংগ্রাহকে পরিণত করেছে।
পাড়িক্কল মরশুম শুরু করেন ঝড়ো ব্যাটিং দিয়ে। প্রথম দুই ম্যাচে তিনি ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৪৭ এবং কেরালার বিরুদ্ধে ১২৪ রান করেন। যদিও তৃতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ২২ রানে আউট হন, তবে এরপর দ্রুতই ছন্দে ফেরেন। পুদুচেরি ও ত্রিপুরার বিরুদ্ধে টানা দুটি সেঞ্চুরি—১১৩ ও ১০৮ রান—তাঁর অসাধারণ ফর্মের প্রমাণ দেয়।
advertisement
রাজস্থানের বিরুদ্ধে ষষ্ঠ গ্রুপ ম্যাচে ৮২ বলে ৯১ রানের ইনিংস খেলে তিনি নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। কর্ণাটকের হয়ে ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করা পাড়িক্কাল এর আগেও দুই মরশুমে ৬০০-র বেশি রান করেছিলেন—২০১৯-২০ মরশুমে ৬০৯ এবং ২০২০-২১ মরশুমে ৭৩৭ রান।
আরও পড়ুনঃ Shubman Gill: চোট সারিয়ে মাঠে ফিরলেন গিল, কিন্তু নিউজিল্যান্ড সিরিজের আগে বাডল চিন্তা
বিজয় হাজারে ট্রফির ইতিহাসে একাধিকবার ৬০০ রান করা ব্যাটার থাকলেও তিনবার এই কৃতিত্ব অর্জন করেছেন একমাত্র দেবদূত পাড়িক্কাল। যদি তিনি এই ফর্ম ধরে রাখতে পারেন এবং কর্ণাটক ফাইনালে ওঠে, তবে তাঁর সামনে রয়েছে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের ৮৩০ রানের সর্বোচ্চ রেকর্ড ভাঙার। বর্তমানে সেই রেকর্ড থেকে তিনি মাত্র ২২৬ রান দূরে।
