TRENDING:

ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির! বাজারের 'খেলাতে' টানটান উত্তেজনা

Last Updated:

একে ছুটির দিন, রবিবারের স্পেশ্যাল মেনুতে যেন আজ ফুটবলের জ্বর। (Derby Special)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডার্বি জ্বরে আক্রান্ত শহর কলকাতা। আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে মাঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই। তার আগে লড়াই শুরু হয়ে গিয়েছে বাজারে। রবিবারের পাতে ডার্বি স্পেশ্যাল ইলিশ-চিংড়ির লড়াই সকাল থেকে জমে উঠেছে। একে ছুটির দিন, রবিবারের স্পেশ্যাল মেনুতে যেন আজ ফুটবলের জ্বর।
ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির
ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির
advertisement

মানিকতলা বাজার হোক বা হাতিবাগান। লেক মার্কেট হোক বা বাঘাযতীন, কিংবা গড়িয়াহাট। সর্বত্রই লড়াই জমে উঠেছে ইলিশ-চিংড়ির। সকাল থেকেই মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টাররা ভিড় জমিয়েছেন বাজারে। কেউ কিনছেন ইলিশ, আবার কেউবা চিংড়ি। চড়া দাম ইলিশের, টেক্কা দিচ্ছে চিংড়ির দামও। তবে আজ দামে কোনও পরোয়া নেই কারও।

ইলিশ

advertisement

চিংড়ি

আরও পড়ুন: ডার্বি জ্বরে কাঁপছে শহর, সেলেবরা কে কার দলে? উন্মাদনার কাউন্টডাউন শুরু

আরও পড়ুন: ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে দেওয়া হবে ট্যুইন টাওয়ারে, বহুতল গুঁড়িয়ে যাবে ১৫ সেকেন্ডে! অপেক্ষা শুরু

বাজারে ইলিশ চিংড়ি ছাড়া আর অন্য মাছের কোনও চাহিদা সেভাবে নেই আজ। মাছের বাজার জুড়েই শুধু ইলিশ আর চিংড়ি। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মুখে মুখে আজ 'খেলা হবে'। অন্যান্য দিনের চেয়ে বাজারে ইলিশ চিংড়ির যোগানও আজ অনেকটাই বেশি। মাঠে লড়াই হবে বাঙালির দুই আবেগের। তবে তার আগেই বাজারে লড়াই শুরু হয়ে গিয়েছে ইলিশ-চিংড়ির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দু'বছরের ব্যবধান, কলকাতায় রবিবার মর্যাদার বড় ম্যাচ৷ আমনে-সামনে লাল-হলুদ, সবুজ-মেরুন৷ স্টিফেন বনাম ফেরান্দো, বুমোস বনাম লিমা৷ ডুরান্ডের ডার্বি দেখুন সরাসরি News18 Bangla-এ রবিবার ২৮ অগাস্ট সন্ধ্যা ৬টা থেকে৷

বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির! বাজারের 'খেলাতে' টানটান উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল