TRENDING:

আইপিএল আসতেই ফিট দীপক চাহার! দেশের জার্সিতে খেলার সময় শুধু চোট, খেলেন গালাগাল

Last Updated:

Deepak Chahar set to return to IPL 2023 for Chennai Super kings after declaring himself fit. আইপিএল আসতেই ফিট দীপক চাহার! দেশের জার্সিতে খেলার সময় শুধু চোট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই বধ অভ্যাস কবে দূর হবে কেউ জানে না। শুধু ভারতের জার্সিতে খেলার সময় যত চোট, আর কোটি কোটি টাকা রোজগারের মঞ্চ আইপিএল এলেই সব উধাও। বুমরাহ থেকে দীপক চাহার - গল্পটা এক। দীপক চাহারকে শেষ বার গত বছর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে-তে খেলেছিলেন তিনি।
দেশের সময় চোট, আইপিএল আসতেই ফিট চাহার
দেশের সময় চোট, আইপিএল আসতেই ফিট চাহার
advertisement

যে ম্যাচে তিন ওভার বল করার পরেই চোট পেয়ে তাঁকে ছিটকে যেতে হয়। তবে আইপিএলের আগে তাঁর প্রত্যাবর্তনের খবরে নিঃসন্দেহে নিশ্চিন্ত হবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে রিহ্যাবের পর দীপক চাহার আইপিএলের জন্য এবার প্রস্তুতি নিচ্ছেন। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে চাহার বলেছেন, আমি আমার ফিটনেস নিয়ে গত দু'-তিন মাস ধরে কঠোর পরিশ্রম করছি।

advertisement

আমি পুরোপুরি ফিট এবং আইপিএলের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছি। ৩০ বছরের তারকা মারাত্মক চোট-প্রবণ। দীপক চাহার স্ট্রেস ফ্র্যাকচারের পাশাপাশি সম্প্রতি কোয়াড গ্রেড থ্রি টিয়ার থেকে সেরে ওঠার জন্য কঠিন লড়াই চালিয়েছেন।চলতি বছর তিনি এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে আইপিএল শুরুর আগে তিনি ঘোষণা করেছেন যে, তিনি পুরোপুরি ফিট এবং ৩১ মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করতে চলেছেন। এই নিয়ে নেট মাধ্যমে তাকে তীব্র গালিগালাজ করেছেন ভারতীয় সমর্থকরা। আসলে এটাই এখন ভারতীয় ক্রিকেটের রীতি হয়ে দাঁড়িয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল আসতেই ফিট দীপক চাহার! দেশের জার্সিতে খেলার সময় শুধু চোট, খেলেন গালাগাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল