গত বছর ভারতে হওয়া এক দিনের বিশ্বকাপের স্মৃতি চারণা করলেন ডেভিড ওয়ার্নার। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারে জন্য বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ওয়ার্নার মাত্র ৭ রানে আউট হন ওয়ার্নার। ফাইনালের আগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকলেও শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয় রোহিতদের। যদিও এখন ওয়ার্নার টেস্ট বা এক দিনের ক্রিকেট খেলেন না। কিন্তু আইপিএল যে তাদের বিশ্বকাপ জেতায় সাহায্য করেছে এই কথা জানালেন ওয়ার্নার।
advertisement
আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?
ওয়ার্নারের মতে, “আইপিএল সত্যিই বিশ্বকাপ জেতায় সাহায্য করেছে। আমরা আইপিএল খেলছি বলে এই পিচগুলোতে খেলাপ সুযোগ পাচ্ছি। আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের জানা। আমরা জানি, লাল মাটি হলে পিচ কেমন হবে, কালো মাটি হলেই বা কেমন। বল প্রথম ইনিংসে ঘুরবে না দ্বিতীয় ইনিংসে ঘুরবে সেটাও আমরা জানি। এগুলোই আমাদের সাহায্য করেছে।”
শুধু তাই নয়, ওয়ার্নারের মতে আহমেদাবাদের মাঠের সঙ্গে মিল মেলবোর্নের মাঠের। আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে ওয়ার্নারের বক্তব্য, “আহমেদাবাদের মাঠ অস্ট্রেলিয়ার মাঠের মতো, বাউন্ডারি লম্বা। তাই আমরা মেলবোর্নের মতো পরিকল্পনা মেলবোর্নের মতো ছিল। বলের শট মেরেই দু’রান নেওয়া।”