সেই টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে শুরুতেই মেরুদণ্ড ভেঙে দিয়েছিল পাকিস্তান৷ সেই কাণ্ড ঘটিয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। তিনি তাঁর প্রথম ২ ওভারে রোহিত শর্মা এবং কেএল রাহুলকে আউট করে দিয়েছিলেন। পরে বিরাট কোহলির উইকেটও নেন তিনি। সেই ম্যাচে পাকিস্তান জিতেছিল ১০ উইকেটে। সেটাই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে সাফল্য পায় পাকিস্তান দল।
advertisement
আরও পড়ুন - Malda News: রাতে মহিলার ঘরে ঢোকায় চলছিল সালিশি সভা, বিচার শুনেই বন্দুক বার করে গুলি!
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া টিম ইন্ডিয়াকে শাহিন আফ্রিদিকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বলেছেন- “শাহিন আফ্রিদিকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ রোহিত শর্মাও বিরাট কোহলি বিশ্বমানের ব্যাটসম্যান।তাঁদের শুধু জানতে হবে শাহিন আফ্রিদি ফুলার বল করতে ও বল সুইং করতে দেখবেন। তাই তাঁদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।সূর্যকুমারের কাছ থেকে শিখতে হবে৷ ’’
আরও পড়ুন - Asia Cup 2022: সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত, ৩৮ বছরের রেকর্ডে কেউ ধারেকাছে নেই
তিনি বলেন, ‘‘ভারতীয় ব্যাটসম্যানদের এই ধরণের বল শরীরের কাছাকাছি খেলতে হবে। স্কোয়ার লেগে সূর্যকুমার যাদবের ফ্লিক শটও শাহিন আফ্রিদির বোলিংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’’ এমন পরিস্থিতিতে সব ভারতীয় ব্যাটসম্যানদেরই তাঁদের কাছ থেকে শিক্ষা নিতে হবে৷
সাধারণত সবসময়েই বাঁহাতি বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা কিছুটা বিপাকে পড়েন। সাম্প্রতিককালে ইংল্যান্ডের টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাককয়ের বোলিং ফেস করতেও অসুবিধা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের৷
