বর্ষশেষের আনন্দ উপভোগ করতে গিয়ে নাকি বাড়াবাড়ি করে ফেলেছেন দানি। একটি কাতালান নাইট ক্লাবে পার্টি করার সময় এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই মহিলাই পুলিশের কাছে গিয়ে ব্রাজিল ডিফেন্ডারের নামে মৌখিক অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাতালান পুলিশ।
ঘটনাটি বার্সেলোনার জনপ্রিয় সাটন নাইট ক্লাবের। যেখানে তারকা ফুটবলারদের প্রায়ই আনাগোনা লেগে থাকে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বন্ধুবান্ধবদের নিয়ে ওই ক্লাবে যান দানি আলভেজ। অভিযোগ, পার্টি করার সময় সম্মতি ছাড়াই এক মহিলার অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে দেন! ঘটনার আকস্মিকতায় প্রথমে ঘাবড়ে যান ওই মহিলা।
পরে বন্ধু ও নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন। গতবছর অবশ্য একটি মেক্সিক্যান ক্লাবে সই করেন। কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বর্ষীয়ান ফুটবলার হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে শোনা যাচ্ছে ওই মহিলা মুখে অভিযোগ জানালেও লিখিতভাবে কিছু বলেননি। দানির তরফ থেকেও কিছু শোনা যাচ্ছে না। ব্রাজিল ফুটবল দল এবং বার্সেলোনা চুপচাপ।