পরিস্থিতি দেখে আমরা অনেকেই এখন হয়তো আন্দাজ করতে পারি, টি-২০ লিগে ৩০০ রান খুব বেশি দূরে নয়। বিভিন্ন দলের ক্রিকেটাররা আইপিএলে নতুন নতুন শট আবিষ্কার করেছেন। সেসব শট খেলে তাঁরা প্রচুর চার, ছক্কা হাঁকাচ্ছেন, বড় স্কোর খাঁড়া করছেন। তবে এখনও পর্যন্ত আইপিএলের ১৭ বছরের ইতিহাসে কোনও দল ৩০০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
advertisement
১৮তম আইপিএলে আশা জাগিয়েছিল সানরাইজার্স। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ স্কোর খাঁড়া করার ব্যাপারে তাদের রেকর্ড সব থেকে ভাল। তবে এখনও পর্যন্ত ৩০০ রান করতে পারেনি তারা। এবার আইপিএলের এক ম্যাচে ৩০০ রান হতে পারে। এরকমই ভবিষ্যদ্বাণী করেছেন কিংবদন্তি পেসার ডেল স্টেইন (Dale Steyn)। এবার জেনে নেওয়া যাক, কোন ম্যাচের কথা বলেছেন তিনি?
আরও পড়ুন- গাড়ির ব্যাটারি জাম্প-স্টার্ট করার উপায় কী? সহজ উপায় জেনে নিন
আইপিএলের ইতিহাস একটু ঘেঁটে দেখলে দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি স্কোর হয়েছে ২০২৪ সালের ১৫ এপ্রিল। ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ আরসিবির বিরুদ্ধে ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল। ট্রাভিস হেড সেঞ্চুরি করেছিলেন।
অরেঞ্জ আর্মি সেদিন ২৫ রানে ম্যাচ জিতেছিল। এবারও সানরাইজার্স অন্যতম শক্তিশালী দল। বড় স্কোর যে তারা তুলতে পারে, তা এখন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন। ফলে ডেল স্টেইনও ভাবছেন, ৩০০-রান করতে পারে হায়দরাবাদ। নিজের এক্স হ্যান্ডলে ডেল স্টেইন লিখেছেন, ‘একটা ছোট ভবিষ্যদ্বাণী। ১৭ এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম ৩০০ রান হবে। এমন ঘটনা দেখার জন্য আমিও হয়তো সেখানে উপস্থিত থাকতে পারি।’ তবে এই পোস্ট স্টেইন ২৩ মার্চ করেছিলেন।
আজ, ১৭ এপ্রিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দেখা যাক, আজ স্টেইনের ভবিষ্যদ্বাণী মেলে কি না!