ইনডোরে বোলিং অনুশীলন করলেন ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাঁর আগে মঙ্গলবার ইনডোর নেট সেশনে ভুবির বল করাটা যথেষ্ট স্বস্তিদায়ক টিম ইন্ডিয়ার কাছে। ছোট রান আপে বল করেছেন ভুবি। তাঁর উপর কড়া নজর রাখছিলেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ভুবির পায়ে কোনও ব্যান্ডেজ এদিন ছিল না।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল ভুবনেশ্বর কুমারকে ৷ সেই ম্যাচে মাত্র ২.৪ ওভার বল করতে পেরেছিলেন তিনি ৷
advertisement
আফগান ম্যাচ খেলেননি। সামি সুযোগ পেয়ে হ্যাটট্রিক করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভুবির খেলার সম্ভাবনা প্রায় নেই। তবে তিনি যে সুস্থ হচ্ছেন, তার ইঙ্গিত মিলল। চোটের জন্য ইতিমধ্যেই শিখর ধাওয়ান ছিটকে গেছেন। ভুবিও ছিটকে গেলে চাপে পড়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে।
তিন পেসার নিয়ে খেলতে এসেছে ভারত। সামি, ভুবি ও বুমরা। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বিজয় শঙ্কর রয়েছেন। তবে বিজয়ের বলে গতি বেশি নয়। ভুবির সুস্থ হওয়াটা তাই খুব জরুরী। নভদীপ সাইনিকে ইতিমধ্যেই নেট বোলার হিসেবে উড়িয়ে আনা হয়েছে। তার ঠিক একদিন পরেই ইনডোরে বোলিং করলেন ভুবি।
আরও দেখুন