নিউজিল্যান্ড: ১৮৬ ( ৪৫ ওভার)
১১৯ রানে জয়ী ইংল্যান্ড
#ডারহ্যাম: জনির ব্যাটে ভর করে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। ডারহ্যামে বুধবার ১১৯ রানে কিউই বধ ইংরেজদের। এই ম্যাচেও সেঞ্চুরি হাঁকালেন বেয়ারস্টো।
বিশ্বকাপ সেমিফাইনালের চার নম্বর দল কে হবে ? ঘরের মাঠে শেষ চারে উঠে এই প্রশ্নটা উসকে দিল ইংল্যান্ড। ১১৯ রানে এদিন হারলেও ১১ পয়েন্ট নিয়ে এখনও চার নম্বরে কিউইরা। ফলে সবার চোখ থাকবে আগামী ৫ জুলাই বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের দিকেই। যা এই বিশ্বকাপের আরও একটা মেগা কোয়ার্টার ফাইনাল হতে চলেছে। তবে পাকিস্তানকে শেষ চারে যেতে হলে বাংলাদেশকে শুক্রবার তাদের বিরাট ব্যবধানে হারাতে হবে, তাহলেই নেট রান রেটের বিচারে নিউজিল্যান্ডকে টপকাতে পারবেন সরফরাজরা ৷
advertisement
ডারহ্যামে টস জিতে এদিন ব্যাট করতে নামেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান। রয়কে নিয়ে এই ম্যাচেও দাপিয়ে শুরু করেন বেয়ারস্টো। এই বিশ্বকাপে কিউই গতিকে সবাই প্রায় সমীহ করেছে। তাদের বিরুদ্ধে ব্যাটে ইংরেজ শাসন। ফার্গুসনকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে সাউদিকে সুযোগ দিয়েছিলেন উইলিয়ামসন। তাতেও প্রথম উইকেটে রয়-বেয়ারস্টোর অবদান ১২৩। ৯৯ বলে ১০৬ রান জনির। বিশ্বকাপের দ্বিতীয় শতরান। এবং ব্যাক টু ব্যাক। মাঝপথে খেই হারালেও স্কোরবোর্ডে ৩০৫ রান।
১৯৯২-এর মেলবোর্নে শেষবার বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তার ২৭ বছর পর আবার নক-আউটে ইংরেজরা। নিউজিল্যান্ডকে গুটিয়ে ফেলতে তাদের বেশি সময় লাগেনি বুধবার। এরমধ্যে মার্ক উডের একাই তিনটি উইকেট।
ইংল্যান্ড শেষ চারে। চার নম্বর দলটি কে ? নজরে ৫ জুলাই। পাকিস্তান না নিউজিল্যান্ড , কে উঠবে সেমিফাইনালে ? ঠিক করে দেবে ওই ম্যাচই ৷