TRENDING:

CWC 2019: আফগান বোলারদের দাপট রুখে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পাকিস্তানের, বেঁচে রইল সেমিফাইনালের আশা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আফগানিস্তান: ২২৭/৯ (৫০ ওভার)
advertisement

পাকিস্তান: ২৩০/৭ (৪৯.৪ ওভার)

৩ উইকেটে জয়ী পাকিস্তান

#হেডিংলে: আফগান বোলারদের দাপট রুখে মরণবাঁচন ম্যাচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান ৷ একইসঙ্গে আটকে দিল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় ৷ বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে এখনও আশা বেঁচে রইল সরফরাজ বাহিনীর কাছে ৷ টেল এন্ডারের লড়াইয়েই শেষ কয়েক ওভারে ভোল বদলে যায় ম্যাচের ৷ ইমাদ ওয়াসিমের ৪৯ রানের দুরন্ত ইনিংস পাল্টে দেয় ম্যাচের ভবিতব্য  ৷লিডসে শেষ হাসি হাসল পাকিস্তান ৷

advertisement

এযাবত ১৯৯২-এর চিত্রনাট্যেরই পুনরাভিনয় করছে পাকিস্তান ৷ দুরন্ত কামব্যাকের পর সেবার এরকমই রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছিলেন ইমরান এ্যান্ড কোং ৷ এবারও টানটান উত্তেজনার ম্যাচে আফগানদের থেকে জয় ছিনিয়ে আনার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল পাকিস্তান ৷যদিও ব্রিটিশরা পাকবাহিনীর থেকে একটি ম্যাচ কম খেলেছে ৷ আগামীকাল অর্থাৎ ৩০ জুন লর্ডসে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড ৷ এই ম্যাচের জেতা-হারার উপর নির্ভর করছে সেমিফাইনালের চুড়ান্ত অঙ্ক ৷

advertisement

পাক বোলিং অস্ত্রের মুখে পড়ে বড় রানের টার্গেট রাখতে না পারলেও, বল হাতে নেমে আফগান বাহিনী প্রথম ওভারেই বুঝিয়ে দেয় এই ম্যাচের রেজাল্ট এতটাও একপেশে হবে না ৷ আফগানদের ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের অন্যতম ভরসা ফখর জামান ৷ কিছুক্ষণের মধ্যেই ৩৬ রানে ফিরে যান পাকিস্তানের অন্য ওপেনার ইমাম উল হক ৷ যদিও তিন নম্বরে নেমে হাল ধরেন বাবর আজম ৷ তবে তাঁর লড়াই শেষ হয় ৪৫ রানে ৷ এরপর ধস নামে পাক ব্যাটিং লাইন আপে ৷ একের পর এক ক্রিকেটার ফিরতে থাকেন প্যাভিলিয়নে ৷ অধিনায়কও চাপের মুখে নতি স্বীকার করে আউট হয়ে যান ১৮ রানে ৷

advertisement

এরকমই গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠে শাদাব খান ও ইমাদ ওয়াসিমের ব্যাট ৷ কিন্তু মাত্র ১১ রানে রান আউট হয়ে ফিরে যান শাদাব খান ৷ ফের পাল্লা ভারি হয় আফগানদের দিকে ৷ কিন্তু রুখে দাঁড়ান ইমাদ ওয়াসিম ৷ তাঁর দাপুটে অপরাজিত ইনিংসই বিশ্বকাপে বাঁচিয়ে রাখল পাকিস্তানের আশা ৷ তিনিই হলেন এদিনের ম্যাচ অফ দা ম্যাচ ৷ অন্যদিকে, আফগানিস্তানের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন মহম্মদ নবি ও মুজিব উর রহমান। একটি উইকেট নেন রশিদ খান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আফগান টিমকে বিপদে ফেলতে এদিন তৈরিই ছিল পাক অস্ত্র পেসার শাহিন আফ্রিদি ৷ ১৯ বছর বয়সী এই ফার্স্ট বোলারের কারণে শুরুতেই জোড়া ধাক্কা আফগান শিবিরে ৷ পঞ্চম ওভারে আফ্রিদি বল হাতে নিতেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার রহমত শাহ ও অধিনায়ক গুলাবদিন নাইব ৷ এরপর আফগান শিবিরে একের পর এক ধাক্কা ৷ পর পর উইকেট হারিয়ে রানের গতি কমলেও রুখে দাঁড়ান আসগর আফগান (৩৫ বলে ৪২) এবং ইকরাম আলিখিল (৬৬ বলে ২৪) ৷ এদের ৬৪ রানের পার্টনারশিপে ভর দিয়েই আফগানরা ২৯ ওভারে ১৩০ রানে পৌঁছে যায় ৷ আফগান জোড়া ফলা ফিরতেই ফের ম্যাচের রাশ আসে পাকিস্তানের হাতে ৷ ইনিংস শেষে আফ্রিদির ঝুলিতে সংগ্রহ ৪ উইকেট ৷

বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: আফগান বোলারদের দাপট রুখে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পাকিস্তানের, বেঁচে রইল সেমিফাইনালের আশা