বাংলাদেশ: ৩৩৩ (৫০ ওভার)
৪৮ রানে জয়ী অস্ট্রেলিয়া
#নটিংহ্যাম: স্কোরবোর্ড হয়তো বলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে হার বাংলাদেশের ৷ কিন্তু ৩৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে এদিন যে লড়াইটা বাংলাদেশি ব্যাটসম্যানরা করলেন, তা মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের ৷
ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ ৷ কিন্তু সাকিব যে ফর্মে রয়েছেন, তাতে বাংলাদেশি সমর্থকরা এদিনও তাঁর কাছ থেকে একটা বড় রানের ইনিংসই আশা করছিলেন ৷ ব্যাট হাতে ছন্দ পেয়েই গিয়েছিলেন সাকিব ৷ কিন্তু স্টয়নিসের বল ঠিকমতো বুঝতে না পেরে মিড অফে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে বসেন ৷ যদিও বাংলাদেশের লড়াই এখানেই শেষ হয়নি ৷ বরং লড়াইয়ের শুরু বলা যেতে পারে ৷ প্রথমে ওপেনার তামিম ইকবাল (৬২) পরে মুশফিকুর-মাহমুদুল্লাহের ষষ্ঠ উইকেটে দুরন্ত জুটিই বাংলাদেশকে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে দিয়েছিল ৷ ৫০ বলে ৬৯ রান করে মাহমুদুল্লাহ আউট হলেও এদিন নিজের সপ্তম ওয়ান ডে সেঞ্চুরিটা করে ফেলতে সফল মুশফিকুর রহিম ৷ তাঁর ইনিংসটি সাজানো ৯টি চার এবং ১টি ছক্কায় ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে মাত্র দু’বারই সেঞ্চুরি পার্টনারশিপ গড়ার নজির রয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের ৷ নিচে দেখে নিন সেই তালিকা ৷
H Bashar/M Ashraful, Cardiff, 2005
I Kayes/S Nafees, Dhaka, 2011
M Rahim/Mahmudullah, Nottingham, 2019*