রবিবার দুপুরে আবুধাবিতে আসর বসেছিল সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) আইপিএল ২০২১-র (IPL 2021) ম্যাচের৷ এদিনের আগে দ্বিতীয় পর্বের শুরুটা ধামাকা করেছিল শাহরুখ খানের নাইটরা৷ তাই মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই ধরে নিয়েছিল কেকেআর (KKR) ফ্যানরা৷ এদিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান৷
advertisement
আরও দেখুন- Video| ঝাঁপিয়ে পড়বে Cyclone Gulab, কেমন প্রস্তুত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, দেখুন
প্রথমে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই দুটি চার মেরে শুভমান গিল আশা বাড়িয়ে দিচ্ছেন যখন মনে হচ্ছিল ঠিক তখনই প্রথম ওভারেই রান আউট হয়ে প্যাকআপ হয়ে যায় তাঁর৷ এরপর অধিনায়ক ইয়ন মর্গ্যান ফের একটি ফ্লপ শো-র ইনিংস খেলেন৷ ১৪ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি৷ রাহুল ত্রিপাঠি কিন্তু এদিন কোনও ভুল করেননি৷ তিনি নিজের সহজাত ক্রিকেট খেলেন৷ অন্যদিকে নীতিশ রাণার সঙ্গে জুটিতে দারুণ একটা ইনিংস খেলেন৷ একটুর জন্যে অর্ধশতরান মিস হয় রাহুল ত্রিপাঠি-র৷ তিনি ৩৩ বলে ৪৫ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ১ টি ছয় মারেন তিনি৷ তাঁকে আউট করেন রবীন্দ্র জাদেজা৷
আরও দেখুন - Watch Video: দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি, মঙ্গল-বুধেও দুর্যোগ, Purba Medinipur-এর উপকূলে সতর্কতা জারি করা হয়েছে
এদিকে তাঁর আউট হওয়ার মাসল রাসেল নেমেও খুব বড় কিছু করতে পারেননি৷ ১৫ বলে ২০ রান করেন তিনি৷ মারেন ২ টি চার ও ১ টি ছয়৷ এরপর নীতিশ রাণার সঙ্গে সঙ্গত দেন দীনেশ কার্তিক৷ তিনি ১১ বলে ২৬ রান করেন তিনি৷ আর নীতিশ রাণা অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করেন তিনি৷ ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে কেকেআর৷
এদিকে রান তাড়া করতে নেমে সহজ ছন্দে শুরু করে সিএসকে৷ রতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসি প্রথম উইকেটে ৭৪ রান করেন৷ রতুরাজ ২৮ বলে ৪০ রান করেন৷ তাঁর ইনিংস ছিল ২ টি চার ও ৩ টি ছয়৷ ৩০ বলে ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসি৷
এরপর মইন আলিও ৩২ রান করেন৷ কিন্তু এরপরেই একটু নড়বড়ে হয়ে যায় সিএসকে ইনিংস৷ কেকেআর বোলাররা পরপর বেশ কয়েকটি ব্রেকথ্রু দেন৷ রায়ডু, রায়না , ধোনি ফ্লপ৷ এই সময়েই কেকেআর ফ্যানরা আবার আশা করতে শুরু করেছিল টানা জয়ের ধারা বজায় রাখতে পারল কেকেআর৷ কিন্তু হল না একা রবীন্দ্র জাদেজায় রক্ষা হল না৷ তিনি ৮ বলে ২২ রানের একটি ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে যান৷