TRENDING:

IPL 2023 Final, CSK vs GT: গিল ও শামির 'টুপির' কারণে ট্রফি পেল না হার্দিক! সামনে এল চমকে দেওয়া তথ্য

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: আইপিএলের একটি পরিসংখ্যান আগেই ইঙ্গিত দিয়েছিল এবার চ্যাম্পিয়ন হবে সিএসকে। মজা করে অনেকে বলছেন, শুভমান গিল ও মহম্মদ শামির 'টুপির' কারণেই ট্রফি অধরা থেকে গিয়েছে গুজরাতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। জয়ের দোরগোড়ায় এসেও হার্দিক পান্ডিয়ার মুখের সামনে থেকে গ্রাস কেড়ে নেন রবীন্দ্র জাদেজা। শেষ ২ বলে ১০ রান করে সিএসকে ও এমএস ধোনিকে ট্রফি উপহার দেন জাড্ডু। কিন্তু আইপিএলের একটি পরিসংখ্যান আগেই ইঙ্গিত দিয়েছিল এবার চ্যাম্পিয়ন হবে সিএসকে। মজা করে অনেকে বলছেন, শুভমান গিল ও মহম্মদ শামির ‘টুপির’ কারণেই ট্রফি অধরা থেকে গিয়েছে গুজরাতের। তবে এই মজার পিছনে রয়েছে পরিসংখ্যান।
advertisement

আইপিএলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কোন একটি দলেই যদি প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারী থাকে তাহলে সেই দলের হাতে ট্রফি ওঠে না। অর্থাৎ যদি একই দল থেকে অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজেতা হয়, সেই দলকে রানার্স বা বিনা ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয়। আইপিএলের ইতিহাসে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে মোট তিনবার দেখা গিয়েছে এমন অদ্ভূত ঘটনা। ২০২৩ সালে অপরিবর্তিত থেকে গেল এই পরিসংখ্যান। এবার ৮৯০ রান করে আইপিএলের সেরা স্কোরার হয়েছেন শুবমান গিল। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হল না গুজরাতের।

advertisement

আরও পড়ুনঃ Shubman Gill, Virat Kohli: ধোনির হাতে অটুট থাকল কোহলির সিংহাসন, অরেঞ্জ ক্যাপ জিতলেও ‘বিরাট’ রেকর্ড ভাঙা হল না গিলের

আরও পড়ুনঃ IPL 2023 Champion CSK: ধোনি-জাদেজা থেকে রাহানে-দুবে, সিএসকে তারকাদের পরিবারের সঙ্গে আইপিএল জয় সেলিব্রশন, রইল ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, ২০১৩ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিল সিএসকের মাইক হাসি জিতেছিলেন অরঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জিতেছিল চেন্নাইয়ের ডোয়েন ব্রাভো। যদিও ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার জিতেছিল অরেঞ্জ ও পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ট্রফি জেতে মুম্বই। ২০২২ সালে অর্থাৎ গত আইপিএলেও ঘটে একই ঘটনা। রানার্সআপ দল রাজস্থান থেকে জস বাটলার জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ ও যুজবেন্দ্র চাহল জিতেছিলেন পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবার ঘটল ঠিক উল্টোটা। অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজেতা হার্দিকের দলে, চ্যাম্পিয়ন হল সিএসকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: গিল ও শামির 'টুপির' কারণে ট্রফি পেল না হার্দিক! সামনে এল চমকে দেওয়া তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল