আইপিএলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কোন একটি দলেই যদি প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারী থাকে তাহলে সেই দলের হাতে ট্রফি ওঠে না। অর্থাৎ যদি একই দল থেকে অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজেতা হয়, সেই দলকে রানার্স বা বিনা ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয়। আইপিএলের ইতিহাসে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে মোট তিনবার দেখা গিয়েছে এমন অদ্ভূত ঘটনা। ২০২৩ সালে অপরিবর্তিত থেকে গেল এই পরিসংখ্যান। এবার ৮৯০ রান করে আইপিএলের সেরা স্কোরার হয়েছেন শুবমান গিল। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হল না গুজরাতের।
advertisement
প্রসঙ্গত, ২০১৩ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিল সিএসকের মাইক হাসি জিতেছিলেন অরঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জিতেছিল চেন্নাইয়ের ডোয়েন ব্রাভো। যদিও ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার জিতেছিল অরেঞ্জ ও পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ট্রফি জেতে মুম্বই। ২০২২ সালে অর্থাৎ গত আইপিএলেও ঘটে একই ঘটনা। রানার্সআপ দল রাজস্থান থেকে জস বাটলার জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ ও যুজবেন্দ্র চাহল জিতেছিলেন পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবার ঘটল ঠিক উল্টোটা। অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজেতা হার্দিকের দলে, চ্যাম্পিয়ন হল সিএসকে।