রবিবার চিপকে চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তোলে রাজস্থান। আরআরের হয়ে ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিয়ান পরাগ। চেন্নাইয়ের হয়ে সেরা বোলিং করেন সিমারজিৎ সিং। চার ওভার বল করে ৩ উইকেট নিয়ে মাত্র ২৬ রান দিয়েছেন সিমরজিৎ। পরে ব্যাট করতে নেমে ১.৪ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান ঋতুরাজের, ৪১ বলে ৪২ করে অপরাজিত থাকেন ঋতুরাজ।
advertisement
আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?
চেন্নাইয়ের জয়ের দিনে সবচেয়ে বেশি চর্চায় জাদেজার উইকেট। ১৬ তম ওভারে ব্যাট করছিলেন জাদেজা এবং ঋতুরাজ। আবেশ খানের বলে জাদেজা দুই রান নিতে চাইলেও ঋতুরাজ রাজি হননি। কিন্তু জাদেজা ক্রিজ থেকে বেরিয়ে যান। তখন সঞ্জু স্যামসন বল ধরে উইকেটের দিকে ছুড়তে যান। বল উইকেটে না লেগে জাদেজার গায়ে লাগে। রাজস্থান আউট চাইলে অবস্ট্রাক্টিং দ্য ফিলড নিয়মে আউট হন জাদেজা।
আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?
এ দিন জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল চেন্নাই। অন্য দিকে, ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল রাজস্থান।