TRENDING:

বিমানে উঠেও নাচ রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাস যেন থামছেই না রিয়াল তারকার

Last Updated:

একবার নয়, পর পর দু’বার তাদের। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে এখন ভেসে যাচ্ছে মাদ্রিদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: একবার নয়, পর পর দু’বার তাদের। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে এখন ভেসে যাচ্ছে মাদ্রিদ। বার্নাবিউয়ে বীরের সম্মান রোনাল্ডোদের। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ যেন শেষই হচ্ছে না সিআরসেভেনের ৷  বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিমানে উঠেও ডান্সিং মুডে রোনাল্ডো ৷ নিজের নাচের ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামেও ৷
advertisement

ফাইনালের পরেই ড্রেসিং রুমে ঘুরে গিয়েছেন রাজা হুয়ান কার্লোস। অভিনন্দন জানিয়ে গিয়েছেন রিয়াল ফুটবলারদের। এরপর কার্ডিফ থেকে দেশে ফিরতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। মাদ্রিদের রাস্তায় হুডখোলা বাসে নাভাস-মার্সেলোদের দেখতে হুড়োহুড়ি পরে যায়। সন্ধ্যা নামতে অন্য ছবি। আলোর খেলায় ভেসে যায় মাদ্রিদ স্টেডিয়াম। একে একে মাঠে ঢুকলেন তারকারা। নতুন চুলের স্টাইলে মাদ্রিদে এসে সবাইকে চমকে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

advertisement

ষাট হাজার সমর্থকদের সামনে বেল থেকে বেঞ্জিমা ভেসে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে। আসছে বছর আবার হবে, জিদানকে নিয়ে উল্লাসে সেই ইঙ্গিত দিলেন রিয়াল ফুটবলাররা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বিমানে উঠেও নাচ রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাস যেন থামছেই না রিয়াল তারকার