TRENDING:

‘মোরিনহোর ক্লাবে’ যোগ দিতে চান না রোনাল্ডো

Last Updated:

আর যাই হোক মোরিনহোর ক্লাবে যোগ দিতে চান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সরাসরি না বললেও নিজের একসময়ের কোচের কাছে যে তিনি ফিরতে চানা না, তা মোটামুটি স্পষ্ট ৷ পর্তুগীজ মহাতারকার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ৷ কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন খোদ রোনাল্ডো নিজেই ৷ রিয়ালে তিনি ছিলেন আছেন থাকবেন, জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ:  আর যাই হোক মোরিনহোর ক্লাবে যোগ দিতে চান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সরাসরি না বললেও নিজের একসময়ের কোচের কাছে যে তিনি ফিরতে চানা না, তা মোটামুটি স্পষ্ট ৷ পর্তুগীজ মহাতারকার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ৷ কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন খোদ রোনাল্ডো নিজেই ৷ রিয়ালে তিনি ছিলেন আছেন থাকবেন, জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement

নিজের পুরোনো ক্লাবের নতুন কোচ সম্পর্কে খোঁজখবর নিতেও ভোলেননি সিআরসেভেন ৷ রোনাল্ডোর প্রশ্ন, ‘‘ উনি (মোরিনহো) কি ম্যান ইউ-তে সই করেছেন ? তাহলে ভালোই হয়েছে আমি মনে করি ৷ ইউনাইটেড যদি নতুন কিছু ভাবছে তাহলে ভালো ৷ কারণ গত মরশুমে যথেষ্ট সমস্যা পড়তে হয়েছে ওদের ৷ আর যে ক্লাব আমার হৃদয়ে রয়েছে, তার সম্পর্কে খারাপ কিছু দেখলে একেবারেই ভালো লাগে না ৷ এই দলটা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে তার জন্য মোরিনহোকে আমার শুভেচ্ছা ৷’’  

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াতে চান সি আর সেভেন। ২০০৯ তে ম্যান ইউ থেকে ছেড়ে আসার পর সাতটি ট্রফি জিতেছেন রোনাল্ডো। ২০১৮ পর্যন্ত চুক্তিও রয়েছে তাঁর।

বাংলা খবর/ খবর/খেলা/
‘মোরিনহোর ক্লাবে’ যোগ দিতে চান না রোনাল্ডো