TRENDING:

Ronaldo in Burj Khalifa: বুর্জ খালিফায় লেজার শো ! বান্ধবীর গ্র্যান্ড বার্থ ডে সেলিব্রেশন রোনাল্ডোর

Last Updated:

Cristiano Ronaldo illuminates Burj Khalifa on girlfriend Georgina Rodriguez's birthday: জিওর্জিনা রদ্রিগেজের জন্মদিন ধুমধাম ভাবেই পালন করা হল দুবাইতে ৷ সেই পার্টিতে ছিল প্রচুর চমক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বান্ধবী বলে কথা ৷ বার্থ দে সেলিব্রেশনে কিছু না কিছু চমক তো থাকবেই ৷ জিওর্জিনা রদ্রিগেজের জন্মদিন ধুমধাম ভাবেই পালন করা হল দুবাইতে ৷ সেই পার্টিতে ছিল প্রচুর চমক (Cristiano Ronaldo illuminates Burj Khalifa on girlfriend Georgina Rodriguez's birthday) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

বান্ধবীর জন্য বুর্জ খালিফায় (Burj Khalifa) লেজার শো-এর ব্যবস্থা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ লেজার শো-এ রাঙিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ৷ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি ৷

আরও পড়ুন-‘‘আমি দুঃখিত...’’, ‘ব্রা ও ভগবান’ নিয়ে বিতর্কে ক্ষমা চাইলেন শ্বেতা তিওয়ারি

নেটফ্লিক্সে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে জিওর্জিনা রদ্রিগেজের ওয়েব সিরিজ ‘ আই অ্যাম জিওর্জিনা’ ৷ সেই ছবিই ভেসে ওঠে বুর্জ খালিফায় ৷ ওয়েব সিরিজের বেশ কিছু দৃশ্য দেখানো হয় বুর্জ খালিফায় ৷ সবমিলিয়ে একেবারে জমজমাট আয়োজন ৷ সারা বিশ্বে ছড়িয়ে থাকা রোনাল্ডোর কোটি কোটি ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জিওর্জিনাকে ৷ রোনাল্ডো নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেন বান্ধবীর জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ৷

advertisement

ইনস্টাগ্রামে করা পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা।’

আরও পড়ুন-Viral Video: ডালের প্যাকেটে মিলল মরা ইঁদুর ! হিমাচল প্রদেশের সিরমৌরের ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বুর্জ খালিফায় কিছু বাণিজ্যিক প্রচার বা বিজ্ঞাপন হিসেবে দিতে চাইলে তার খরচ প্রচুর ৷ তা কারোরই অজানা নয় ৷ কিন্তু সেই খরচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ধনী ফুটবলারের কাছে কিছুই নয় ৷  তাই বান্ধবীর জন্য খরচ করে ফেললেন ৫০,০০০ পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় যা ৫০ লক্ষের কিছু বেশি ৷ যা রোনাল্ডোর দৈনিক আয়-ই বলা যেতে পারে ৷ বুর্জ খালিফায়ে লেজার শো-র পর ব্যবস্থা ছিল গ্র্যান্ড ডিনারেরও ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo in Burj Khalifa: বুর্জ খালিফায় লেজার শো ! বান্ধবীর গ্র্যান্ড বার্থ ডে সেলিব্রেশন রোনাল্ডোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল