TRENDING:

Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের বিশ্বকাপেও খেলবেন! কোচের আশার বাণীতে মুগ্ধ ভক্তরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লিসবন: লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন ক্যারিয়ারের শেষ দিকে এসে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারেননি। যদি পরের আমেরিকা বিশ্বকাপে তিনি খেলেন তাহলে পর্তুগালের কাছে একটা শেষ সুযোগ থাকবে। কিন্তু পরের বিশ্বকাপ এখনও তিন বছর ধরে। ততদিন রোনাল্ডোর ফিটনেস কেমন থাকে তার ওপর নির্ভর করছে সব কিছু। পেরিয়ে গিয়েছেন ৩৫ বছর বয়সের কোটা। এই মুহূর্তে রোনাল্ডো ইউরোপীয় ফুটবলের পরিবর্তে চলে এসেছেন সৌদি আরবে।
রোনাল্ডোর লড়াইতে মুগ্ধ কোচ
রোনাল্ডোর লড়াইতে মুগ্ধ কোচ
advertisement

সেখানকার প্রো লিগে আল নাসেরের হয়ে খেলছেন তিনি। ফুটবল বিশেষজ্ঞদের মতে কাতার বিশ্বকাপ রোনাল্ডো এবং মেসি দুই ফুটবলারের কেরিয়ারেই শেষ বিশ্বকাপ ছিল। তবে দুই ফুটবলারের কেউ এখনও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল থেকে অবসর নেননি।আর এমন আবহে দাঁড়িয়েই পর্তুগাল জাতীয় দলের কোচের থেকে বড় প্রতিশ্রুতি পেলেন রোনাল্ডো।

রবার্টো মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিলেন যতদিন মাঠে নেমে রোনাল্ডো লড়াকু ফুটবলটা খেলতে পারবে ততদিন রোনাল্ডোকে জাতীয় দলে তিনি সাপোর্ট করে যাবেন। কাতার বিশ্বকাপে পর্তুগাল দল কোয়ার্টার ফাইনালে হেরে বেরিয়ে যাওয়ার পরেই রোনাল্ডোর জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তবে রবার্টো মার্টিনেজের সাম্প্রতিক বক্তব্যে অনেকটাই আশ্বস্ত হবেন রোনাল্ডোর ভক্তরা।

advertisement

রোনাল্ডোর দলের প্রতি নিষ্ঠা নিয়ে আলাদা করে বলার আর কিছুই নেই। লকার রুমেও সে সকলের কাছে একজন আদর্শ। পর্তুগিজ ফুটবল তো বটেই বিশ্ব ফুটবলেও রোনাল্ডো সেরা উদাহরণ। জাতীয় দলের হয়ে ১৯৯টা ম্যাচ খেলেছে ও। যে কোন ফুটবলারের মতন রোনাল্ডোকেও ভালোভাবে অনুশীলন করতে হবে যদি ও জাতীয় দলের হয়ে খেলতে চায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আমাদের একটা হাই পারফরম্যান্স পরিবেশ‌ দরকার দলের মধ্যে। যেখানে একটা জায়গার জন্য ও লড়াই করতে হবে। রোনাল্ডো যতদিন এই লড়াইটা চালাতে পারবে আমি জাতীয় দলে ওঁকে সমর্থন করব। আর রোনাল্ডো লড়াকু চরিত্রের ফুটবলার। তার কাছে অসম্ভব বলে কিছু নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের বিশ্বকাপেও খেলবেন! কোচের আশার বাণীতে মুগ্ধ ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল