ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী দলটি সিআরসেভেনের সঙ্গে ‘প্রতারণা’ করেছে। এমনটিই জানিয়েছেন তিনি। টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সাক্ষাৎকারে রোনাল্ডোর কাছে জানতে চাওয়া হয় ইউনাইটেডের উচ্চ মহল থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কি না।
আরও পড়ুন - ভারতের মাটি থেকেই বিশ্বকাপ জিতবে পাকিস্তান! খোলা চ্যালেঞ্জ দিলেন শোয়েব আখতার
advertisement
জবাবে রোনালদো বলেন, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে দল ছাড়তে চাপ দেওয়ার চেষ্টা করেছিল। শুধু কোচই নন, আরো দু-তিনজন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি। আমার মনে হয়, কিছু লোক আমাকে ম্যান ইউতে চায় না। এই মরশুমে নয়, গত মরশুম থেকেই এমনটা হয়েছে। ম্যান ইউয়ের বর্তমান কোচ এরিক টেন হাগের প্রতি কোনো সম্মান নেই বলেও জানান রোনাল্ডো।
তার প্রতি আমার কোনো সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান, আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই। ইউনাইটেডে সমর্থকদের সত্যটা জানা দরকার বলে মনে করেন পর্তুগিজ মহা তারকা। আমি মনে করি, সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি।
স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনও পরিবর্তন আসেনি, কিছুই বদলায়নি। আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি, আমি সমর্থকদের ভালোবাসি, তারা আমাকে সমর্থন দিয়েছে কিন্তু তারা যদি অন্য কিছু চায় তবে ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন।