অনুষ্টুপ, ঈশ্বরণদের বাংলা ছাড়া টুর্নামেন্টে অন্ধ্রপ্রদেশের দুটি দল এবং রাজস্থান দল অংশ গ্রহণ করছে। অন্ধ্রপ্রদেশের মূল দলকে দু'ভাগে ভাগ করা হয়েছে। আমন্ত্রণী প্রতিযোগিতায় টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ খেলবে বাংলা দল। ছটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বঙ্গ ব্রিগেড। বিসিসিআই আয়োজিত ঘরোয়া টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সাদা বলে প্রস্তুতি সারতেই বিজয়ওয়াড়া যাচ্ছে বাংলা। এই প্রতিযোগিতার জন্য ২২ জনের দল ঘোষণা করেছে সিএবি। তবে দলে কোনও অধিনায়ক নির্বাচন করা হয়নি। সূত্রের খবর, প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচে আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করা হবে। মরসুম শুরুর প্রস্তুতি এবং টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে বাংলা দল নির্বাচন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : ঝড়ের মাঝেই ধোনির সঙ্গে কী নিয়ে আলোচনা কোহলির ?
ঘরোয়া মরসুম শুরুর আগে এই ধরনের টুর্নামেন্ট খেলে পারফরম্যান্সে উন্নতি হবে বলে মনে করেন বাংলার কোচ অরুণলাল। প্রথমদিকে ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও এই মুহূর্তে দল ছন্দে আছে বলে মনে করেন বাংলার কোচ। এই টুর্নামেন্টের দলের সঙ্গে যাওয়া ২২ জন ক্রিকেটারকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিতে চান লালজি। সিএবি আয়োজিত বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট বাংলা দলের প্রস্তুতিতে অনেকটা সাহায্য করেছে বলে মনে করেন অরুণলাল।
আরও পড়ুন : নিখুঁত অঙ্ক কষে খেলে শারজায় বিরাট বধ ধোনির কিংসদের
বিজয়ওয়াড়াতে আয়োজিত টুর্নামেন্টের জন্য ঘোষিত বাংলা দলে সেরকম কোন চমক না থাকলেও বাদ পড়েছেন অভিষেক রমনের মত বাংলা দলের নিয়মিত সদস্য। সদ্য ইংল্যান্ড সফর থেকে ফেরা ভারতীয় টেস্ট দলের সদস্য অভিমন্যু ঈশ্বরণকে দলে রাখা হয়েছে। ভারতীয় তারকা মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ দলে রয়েছেন। বেশ কয়েকজন জুনিয়র ক্রিকেটারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে বিসিসিআইয়ের ঘরোয়া প্রতিযোগিতা শুরু হবে।