আইপিএলের প্রথম মরশুম, আর শুরুতেই বিরাট বিতর্ক। সেই বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিং। তিনি তখন মুম্বই ইন্ডিয়ান্সের জার্গি গায়ে খেলতেন। ম্যাচ শেষে আচমকাই কিংস ইলেভেন পঞ্জাবের তারকা পেসার শ্রীসন্থকে মাঠেই চড় কষিয়েছিলেন ভাজ্জি।
সেদিন টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল, চড় খেয়ে শ্রীসন্থ অঝোরে কাঁদছেন। সেই ঘটনার ১৭ বছর পরে আবার ভাজ্জির মুখে উঠে এল ‘স্ল্যাপগেট’ বিতর্কের কথা। হরভজন যেন স্মৃতিচারণে বসলেন! রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে ‘কুট্টি স্টোরিজ’ অনুষ্ঠানে হরভজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নিজের জীবন থেকে কোনও ঘটনা মুছে ফেলতে চান? উত্তরে ভাজ্জি বলেন, “একটাই জিনিস বদল করতে চাই। সেটা হল শ্রীসন্থের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা। যেটা ঘটেছিল, তা ভুল ছিল। আমি অন্তত ২০০ বার ক্ষমা চেয়েছি। এতগুলো বছর পরও খারাপ লাগাটা কাজ করে।”
advertisement
আরও পড়ুন- পেনাল্টি মারলেন গিল, হ্যারি করলেন ব্যাটিং, ম্যাঞ্চেস্টারে ইউনাইটেড হল ভারতীয় দল
হরভজন আরও বলেন, “ওই ঘটনার বেশ কয়েক বছর পরও আমাকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হয়েছে। একবার তো শ্রীসন্থের মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। আদর করে ওর সঙ্গে কথা বলছিলাম। ও হঠাৎ বলল, ‘আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমার বাবাকে চড় মেরেছ। আমার বাবাকে তুমি চড় মেরেছো কেন! সেদিন চোখের জল আটকে রাখতে পারিনি। ওকে বারবার বলেছি, যদি আমি কখনও কিছু করে তোমার মন ভাল করতে পারি, তা হলে সেটা আমাকে বলবে। আমি চাই, বড় হয়ে ও যেন আমাকে খারাপ না ভাবে। ভাবুক, আমি ওর কাকু, সব সময় ওর পাশে থাকব।”