একদল ছোটদের সঙ্গে ধাওয়ান যখন নাচছেন তাতে না আছে কোনও তারকা এলিমেন্ট না আছে কোনও স্টারডামে মিথ্যা ভরং৷ শিশুদের মধ্যে যে নিষ্পাপ আনন্দের জোয়ার আছে , যে বিশাল শক্তি রয়েছে তা ভাগ করে নিচ্ছেন শিখর ধাওয়ান ৷ আর ধাওয়ানের এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে জনপ্রিয়তা পাচ্ছে ৷
advertisement
ধাওয়ান ভিডিওটা পোস্ট করার দু ঘন্টার মধ্যেই ৭৫ হাজারের বেশি ভিউ হয়ে গেছে ৷ ফ্যানরা দারুণভাবে আনন্দ পেয়েছেন এই ভিডিও দেখে, আর সেখানেই তাঁরা কমেন্টবিভাগে হৃদয় ছুঁয়ে যাওয়া ইমোজি দিয়েছেন ৷ হাঁটুর চোটের কারণে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে ছিলেন না শিখর ধাওয়ান ৷ বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি সিরিজে তিনি শেষবার খেলেছেন ৷
আরও পড়ুন - ঠিক ভাবে সিঁদুর না পরলে ঘোর অমঙ্গল হয় স্বামীর, কী বলছে হিন্দু শাস্ত্র
২০১০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শিখর ধাওয়ান ৷ ভারতীয় দলে এখন তিনি অন্যতম প্রধান ক্রিকেটার ৷ আইসিসি টুর্নামেন্টেও দারুণ ছন্দে পাওয়া যায় ভারতীয় ক্রিকেটের এই ধামাকা ওপেনারকে ৷
ভারতের হয়ে ৩৪ টি টেস্ট ও ১৩৩ টি একদিনের ক্রিকেট খেলেছে , খেলেছেন ৫৮ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি ৷ টেস্টে তাঁর রান ২৩১৫, একদিনের ক্রিকেটে ৫৫১৮, ও টি টোয়েন্টিতে ১৫০৪ ৷ একদিনের ক্রিকেটে ধাওয়ানের গড় ৪৪.৫০ ৷
আরও দেখুন