শামির হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছিল ৷ এবার আবার আইরার মা অর্থাৎ হাসিন জাহান নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে খুদে আইরার সঙ্গীত প্রতিভার ভিডিও পোস্ট করলেন ৷ বারান্দায় সূর্যের আলো মেখে মিষ্টি আইরা তাঁর ভাঙা ভাঙা শব্দে গাইছে একের পর এক গান ৷ কখনও পপুলার হিন্দি গানে কাঁধ নাচাচ্ছে কখনও আবার বাঙালি পরিবারের অবিচ্ছেদ্য ছোটদের গান গাইছে ৷ ক্যামেরার ও প্রান্তে রয়েছেন হাসিন ৷ যেমন করে তাবড় গায়ক-গায়িকাদের পারফরম্যান্সে দর্শকরা রিকোয়েস্ট করেন ঠিক তেমনিই নিজেদর ছোট্ট মেয়ের কাছে একের পর এক গান শোনার আবদার মায়ের ৷
advertisement
আরও পড়ুন - #IndvsNZ : উড়ন্ত ফিল্ডারের চমৎকার পারফরম্যান্স, দেখে নিন বিস্ময়কর ক্যাচের ভাইরাল ভিডিও
হাসিন নিজে একাধিক ভিডিও পোস্ট করেন নিজের হ্যান্ডেল থেকে ৷ রূপ-সৌন্দর্য-লাস্যে মাতোয়ারা সেই ভিডিওগুলি মুহূর্তে হয় ভাইরাল ৷ তবে এবার একেবারে অন্যরকমের মিষ্টি এই গানের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে দ্রুতগতিতে ৷ দেখে নিন আইরার মিষ্টি গানের ভিডিও ৷