এদিন কেএল রাহুল , বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন এই দুই তরুণ ৷ ৮৮ বলে ৭০ করেন শ্রেয়স ও ৬৯ বলে ৭১ রান করেন পন্থ ৷ বেশ কিছু ধরেই পন্থের ফর্ম স্ক্যানারের নিচে ৷ ফলে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর মনোবল অনেকটা বাড়াবে ৷ এছাড়াও মিডল অর্ডারে নেমে ৩৫ বলে ৪০ রানের ধামাকা ইনিংস খেলেন কেদার যাদব৷ মূলত এঁদের ব্যাটে ভর দিয়েই ২৮৭ রান করে ভারত ৷ কারণ এদিন রোহিত ৩৬ করলেনও রাহুল ৬ ও কোহলি ৪ রান করেন ৷
advertisement
আরও পড়ুন - ‘ছাপোষা লুঙ্গিই দায়ী...’ BJP নেতা জয়প্রকাশ মজুমদারের মন্তব্যে আলোড়ন রাজ্য জুড়ে
তবে এসব কিছুর মধ্যেও ভারতীয় ইনিংসে দাগ কেটে নিল অন্য কিছু এদিন খেলা চলাকালীন মাঠের ভিতরে ঢুকে যায় একটি কুকুর ৷ তখন ম্যাচের বয়স ২৭ ৷ ব্যাট করছেন শ্রেয়স ও পন্থ ৷ সে সময় কুকুরটিকে মাঠ থেকে না বার করা অবধি খেলা বন্ধ থাকে ৷
স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘটার পরেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে ট্যুইট -রি ট্যুইটের ঘটনা শুরু হয়ে যায়৷
মাঠে কুকুর ঢুকে পরা অবশ্য কোনও নতুন কোনও ঘটনা নয় ৷ বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের খেলা চলাকালীন এই ধরণের ঘটনা ঘটা ৷
আরও দেখুন