শুক্রবার আম্পায়ার এলবিডাব্লু সিদ্ধান্তের জন্য না করে দেওয়ায় নিজের মেজাজ সম্পূর্ণ রূপে হারান তিনি৷ তিনি রেগে গিয়ে ম্যাচ চলাকালীনই স্টাম্পে গিয়ে লাথি মারেন৷ এরপরেও রাগ কমেনি সেখান থেকে স্টাম্প উপড়ে ফেলে দেন৷ এই ঘটনায় বিভিন্ন মহল থেকে বিরূপ প্রতিক্রিয়ার ঝড় বয়ে গেছে ৷
তবে বীরেন্দ্র সেওয়াগ একেবারে নিজের স্টাইলেই এর প্রতিবাদ করেছেন৷ সেওয়াগ একটা পুরনো মজার ছবি জোগাড় করেছেন৷ ছবিতে শেখ হাসিনা (Sheikh Hasina) ও শাকিব আল হাসানকে দেখা যাচ্ছে৷
advertisement
শাকিব ডিপিএলে মহমেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করেন৷ অবাহনীর বিরুদ্ধে খেলার সময় মাঠের মধ্যে নিয়ম-নীতি, ভদ্রতার সব সীমাই পার করে দেন৷ তিনি বিভিন্ন অশালীন কাজ করার পাশাপাশি আম্পায়রের সঙ্গে তুমুল কথা কাটাকাটিও করেন৷ পরে অবশ্য সোশ্যাল হ্যান্ডেলে নিজের এই ব্যবহারের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন৷ এরপর অনেকেই তাঁর ওপর নির্বাসনের শাস্তি দাবি করেছেন৷
বীরুও এই ঘটনায় খুবই হতাশ৷ তিনি এই ঘটনায় শাকিবের শাস্তির প্রসঙ্গ বোঝাতেই এই পুরনো ছবিটা ব্যবহার করেছেন৷ এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শাকিবের কান টানছেন৷ এই ছবিটি নেহাতই মজার ছলে তোলা ,কিন্তু সেওয়াগ বোঝাতে চেয়েছেন এখন এইরকম শাস্তিই প্রাপ্য শাকিবের৷
এই ছবিটি তখনকার যখন একটি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ৷ তখন এই ছবিটা ছিল৷ ওয়াকিবহাল মহল সূত্রে খবর হয়ত চার ম্যাচের নির্বাসন কার্যকরী হতে পারে৷