TRENDING:

IPL 2021: নিলামে বিক্রি হওয়ার দু' মিনিটের মধ্যেই বিরাটের থেকে আবেগপূর্ণ মেসেজ পান এই ক্রিকেটার

Last Updated:

অচেনা নম্বর থেকে মেসেজ পড়ার পর যখন জানতে পারলেন কে পাঠিয়েছে মেসেজ ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: এখনকার প্রতিটা তরুণ ক্রিকেটার বিরাট কোহলিকে (Virat Kohli)  নিজের আইডল মানেন৷ সকলেই চান নিজের আইডলের সঙ্গে ক্রিকেট খেলতে৷ কিন্তু সেই সৌভগ্যের শিকে অল্প কিছু ক্রিকেটারের ভাগ্যেই ছেঁড়ে৷ সেই সুযোগ যাঁরা পান তাঁদের স্বপপূরণ হয়ে যায়৷ এরকমই স্বপ্ন সফল হওয়ার সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন কেরলের তরুণ ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharudeen) ৷
advertisement

পাঁচদিন আগে হয়ে যাওয়া আইপিএল মিনি নিলামে এই তরুণ ক্রিকেটারকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ( RCB)৷  ২০ লক্ষ টাকা দামে তাঁকে কিনেছে বিরাট কোহলির দল৷

মহম্মদ আজহারউদ্দিন ব্যাঙ্গালোরের একটি হোটেলে বসে এই নিলাম দেখছিলেন৷ সেখানেই  তিনি জানতে পারেন ক্যাপ্টেন কোহলির সঙ্গে তাঁর খেলার স্বপ্ন সত্যি হতে চলেছে৷ তবে এখন তাঁর খুশি হওয়ার শুধু এই কারণটিই নয়৷ এর পর তিনি নিজের ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ পান৷ আরসিবি দলে সুযোগ পাওয়ার দু মিনিটের মধ্যেই ওই অচেনা নম্বরটি থেকে মেসেজ আসে৷ সেই মেসেজে তাঁকে আরসিবি দলে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানানো হয়৷

advertisement

আজহারউদ্দিন স্পোর্টসকীড়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , ‘নিলামে বিক্রি হওয়ার দু মিনিটের মধ্যে বিরাট ভাইয়ের কাছ থেকে মেসেজ আসে৷ এতে লেখা ছিল, ওয়েলকাম টু আরসিবি. অল দ্য বেস্ট, বিরাট হিয়ার৷’ -অর্থাৎ আরসিবিতে স্বাগত, শুভেচ্ছা , বিরাট বলছি৷ এই মেসেজ তাঁকে আবেগপ্রবণ করে দেয়৷ ‘আমি এটা কখনই ভাবতে পারিনি উনি আমায় মেসেজ করবেন৷ আমার জন্য এটা খুব খুশির বিষয়৷ বিরাট ভাইকে ক্রিকেট আইকন হিসেবে দেখতাম৷ আমি সব সময় ওঁর সঙ্গে খেলার স্বপ্ন দেখেছি৷ আমি ওঁর দলের অংশ হয়ে খুবই উৎসাহিত ও খুশি৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন আজহারউদ্দিন৷ ৩৭ বলে এই শতরান করেছিলেন তিনি৷ তিনি ৫৪ বলে ১৩৭ রান করেন৷ এই ইনিংসে তিনি ১১ টি ছক্কা ও ৯ টি চার মেরেছিলেন৷ এই উইকেটকিপার ব্যাটসম্যান টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ১৯৪ স্ট্রাইকরেটে ২১৪ রান করেছিলেন৷ তাঁর গড় ছিল ৫৩ গড়ের বেশি ছিল৷ তিনি ৫ ম্যাচ ১৫ টি ছক্কা মেরেছিলেন৷ ২০১৫ তে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর৷ ২৪ টি টি-টোয়েন্টি ১৪২ -র বেশি স্ট্রাইকরেট৷ তিনি ৪৫১ রান করেছেন৷ এতে একটি শতরান রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: নিলামে বিক্রি হওয়ার দু' মিনিটের মধ্যেই বিরাটের থেকে আবেগপূর্ণ মেসেজ পান এই ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল