রশিদ খান সোশ্যাল মিডিয়ায় নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন৷ তিনি লিখেছেন, ‘‘অধিনায়ক ও দেশের দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুণ আমার টিম মিটিংয়ে শামিল হওয়ার অধিকার আছে৷ নির্বাচন কমিটি এবং এসিবি দল ঘোষণার আগে আমার রায় নেয়নি৷ এই জন্য সঙ্গে সঙ্গেই আমি আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়ছি৷ আফগানিস্তানের জন্য খেলায় আমি সব সময় গর্ব অনুভব করি৷ ’’
advertisement
আফগানিস্তানের মজবুত টি টোয়েন্টি দল
আরও পড়ুন - বছরে মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে earn ৮০ হাজার টাকা per month! ছেড়ে দিন একঘেয়ে চাকরি
আফগানিস্তানের ক্রিকেট বোর্ড রশিদ খানের পরামর্শ না নিলেও দেশের সেরা ক্রিকেটাদের বেছেই এই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দল তৈরি করা হয়েছে৷ দলে ৬ জন বোলার, ৪ জন অলরাউন্ডার আছেন৷ আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২ জন রিজার্ভ ক্রিকেটার রেখেছে৷ আফগানিস্তান দলে রশিদ খান, হজরতুল্লাহ জজাই, মহম্মদ নবি উল হকের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার রাখা হয়েছে৷ যাঁরা সারা পৃথিবীর টি টোয়েন্টি ক্রিকেট লিগে খেলেন৷
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল- রশিদ খান, রহমনুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জজাই, উসমান ঘানি, অসগর অফগান, মহম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, হশমতুল্লাহ শাহিদি, মহম্মদ শহজাদ, মুজিব উর রহমান, করিম জন্নত, গুলবদিন নইব, নবীন উল হক, হামিদ হসন, শরাফুদ্দিন অশরফ, দৌলত জাদরান, শপুর জাদরান ও কায়স অহমেদ৷