TRENDING:

ICC T20 World Cup 2021: টি টোয়েন্টি বিশ্বকাপে New Jersey টিম ইন্ডিয়ার, কাকে কেমন দেখাচ্ছে!

Last Updated:

বিসিসিআই (BCCI) নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে নতুন জার্সির (New Jersey) ছবি লঞ্চ করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য নতুন জার্সি সামনে আনল বিসিসিআই৷ বিসিসিআই (BCCI) নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে নতুন জার্সির (New Jersey) ছবি লঞ্চ করেছে৷ নিজেদের ট্যাগলাইনে তারা লিখেছে, ‘‘উপস্থিত করা হল বিলিয়ন চিয়ার্স জার্সি!জার্সির প্যাটার্ন ভারতীয় ফ্যানদের দ্বারা অনুপ্রাণিত৷ এই জার্সির রঙ গাঢ় নীল৷ ’’
bcci launched new jersey for team india- Photo Courtesy- BCCI
bcci launched new jersey for team india- Photo Courtesy- BCCI
advertisement

বিসিসিআই ট্যুইটারে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহের ছবি শেয়ার করেছে৷ সেখানেই লক্ষ লক্ষ ফ্যানদের চিয়ার্সকেই গুরুত্ব দিয়ে জার্সি (New Jesrsey) তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে৷ ১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহিতে এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে৷

টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) নতুন জার্সির (New Jesrsey) রঙ পুরনো জার্সির ধরণের নীল রঙই৷ কিন্তু এর ডিজাইনটা খানিকটা আলাদা৷ এতে মধ্যে হালকা নীল রঙের পটি ব্যবহার করা হয়েছে৷ আগের জার্সিতে কাঁধের কাছে অনেকগুলি রঙ ছিল, এবারের জার্সিতে সেটা নেই৷

advertisement

আরও পড়ুন - Recruitment: হোমিওপ্যাথি রিসার্চ অফিসার পদে কাজের সুযোগ, জানুন বিশদে!

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‘ভারতীয় ক্রিকেট দলের ফ্যান শুধু ভারতে নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে৷ তাঁদের উৎসাহ ওশক্তি -র সেলিব্রেশনের জন্য পোশাককে আরও আকর্ষণীয় হয়ে রয়েছে৷ জার্সিকে ভালো দেখানোর এর চেয়ে ভালো উপায় হতে পারে না৷ ’’ তিনি আরও বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই এতে ভারতীয় টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার রাস্তায় নিশ্চিত ভাবে সমর্থণ পাওয়া যাবে৷’’

advertisement

বিসিসিআই সচিব জয় শাহও এর সমর্থণ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘পোশাকের নেপথ্যে ভারতীয় ক্রিকেটের প্রতি সমর্থকের কাহিনী সামনে এসেছে৷ আমাদের পুরো ভরসা এই জার্সি পরলে সমর্থকদের জন্যেও গর্বের হবে৷ ’’

আরও পড়ুন - PHOTOS: রেট্রো লুকে ঠিক যেন Sridevi-র ছায়া, স্মৃতি উসকে দিলেন মেয়ে Janhvi, ফটো Viral

advertisement

ভারতীয় ফ্যান যাঁরা এই জার্সি কিনতে চাইবেন তাঁরা সকলেই নির্ধারিত ব্র্যান্ডের দোকানে এই জার্সি পাবেন৷ ১৭৯৯ টাকায় এই জার্সি কিনতে পারবেন ফ্যানরা৷ এর ১০ টি ভার্সনও লঞ্চ হয়েছে৷

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া নিজেদের অভিযান শুরু করবে পাকিস্তানেক বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ ২৪ অক্টোবর দুবাইতে মোকাবিলা হবে৷ এরপর ৩১ অক্টোবর  নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে৷ ৩ নভেম্বর আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে হবে তৃতীয় খেলা৷

বিসিসিআই কিছুদিন আগে এক পোস্ট শেয়ার করে জানিয়েছিল টিম ইন্ডিয়ার জার্সি ১৩ অক্টোবর লঞ্চ হয়েছিল৷ তারা জানিয়েছিল যে মুহূর্তের আমরা সবাই অপেক্ষা করেছিলাম! ১৩ অক্টোবর একটা বড় ঘোষণা আমাদের জার্সি লঞ্চ হল৷’’

ভারতীয় ক্রিকেট দল গত বছরে গাঢ় নীল রঙের জার্সি পরছে৷ ১৯৯২ বিশ্বকাপের জার্সি একদম একরকমের৷ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও এই জার্সি পরেছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: টি টোয়েন্টি বিশ্বকাপে New Jersey টিম ইন্ডিয়ার, কাকে কেমন দেখাচ্ছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল