খেলার বয়স তখন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের আট ওভার ৷ এই ওভারের শেষ বলে নিশ্চিত চার বাঁচিয়ে দেন সঞ্জু স্যামসন ৷ ব্যাট করছিলেন রস টেলর ৷ মিড উইকেটের ওপর দিয়ে পুল করেন তিনি ৷
আরও পড়ুন - #IndVSNZ: হোয়াইট ওয়াশ কিউয়িদের ৫-০ দুরমুশ করল ভারত, শেষ টি টোয়েন্টিতেও ঝকঝকে টিম ইন্ডিয়া
advertisement
আর যেটা নিশ্চিত বাউন্ডারি তো বটেই হতে পারত ওভারবাউন্ডারিও ৷ এই অবস্থায় সঞ্জু ঠিক বাউন্ডারি লাইনের ধারে শরীরটাকে শূন্যে ভাসিয়ে তুলে ধরেন ৷ উড়ন্ত অবস্থায় শরীরটিকে ধনুকের মতো বেঁকিয়ে বলটিকে ধরে বাউন্ডারির এ পারে ছুঁড়ে দেন ৷ তাঁর কাঁধ বাউন্ডারি লাইন দিয়ে বেন্ড হওয়ার আগেই বল রিলিজ করে দিয়েছিলেন এই তরুণ ৷ দেখে নিন সেই দুদ্ধর্ষ ক্যাচের ভিডিও ৷
এদিন ৫ বলে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তিনি ৷ এটা এই নিয়ে সঞ্জুর প্রথম একাদশে দ্বিতীয় সুযোগ ছিল ৷ এর আগে তিনি প্রথম ম্যাচে ৫ বলে ৮ রান করেছিলেন৷ এদিকে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে ৫-০ টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত ৷ এটা নিউজিল্যান্ডের মাটিতে ভারতের এটা প্রথম টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ ৷