TRENDING:

Virat নয় Rohit অধিনায়ক, 'Rubbish' বলে জল্পনা গুঁড়িয়ে দিল খোদ বিসিসিআই

Last Updated:

Virat and Rohit: Indian Cricket Team captaincy : সকালের খবর ১৮০ ডিগ্রি ঘুরে গেল বেলা বাড়তেই...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সকাল সকালই হঠাৎই  বোমা বিস্ফোরণ! একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকে প্রকাশিত খবরে নড়েচড়ে বসে সকলে৷ রিপোর্ট অনুযায়ি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) পর সীমিত ওভারের ফর্ম্যাটে (T20 and ODI) আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি (Virat Kohli) ৷ রিপোর্টে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত একেবারে পাকা, তবে সরকারিভাবে ঘোষণা শুধু সময়ের অপেক্ষা৷ অধিনায়ক বিরাট কোহলি বোর্ডকে (BCCI) সঙ্গে নিয়ে এই ঘোষণা করতে চলেছেন৷ সূত্রের খবর অভিজ্ঞ রোহিত শর্মা (Rohit Sharma) , বিরাট কোহলির হাত থেকে নেতৃত্বের ব্যাটন নিতে চলেছেন৷ কিন্তু এই ধরণের খবরে যে প্রবল চাঞ্চল্য তৈরি হয় তার থেকে আসরে নামে বিসিসিআই৷ পুরো খবরটিকেই তারা রাবিশ অর্থাৎ ভিত্তিহীণ বলে দিয়েছে৷
advertisement

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে কোনও ফর্মাটেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার কোনও প্রশ্ন নেই৷ BCCI কোষাধ্যক্ষ অরুণ ধুমাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ধরণের কোনও প্রশ্ন, সম্ভবনা কোনটাই নেই৷

আরও পড়ুন - Office Tips: আপনার অফিসের বস আপনার প্রতি আকৃষ্ট নন তো? জানান দেবে এই আচরণগুলো!

advertisement

এদিকে রোহিত শর্মা আইপিএলে এই মুহূর্তে সফলতম অধিনায়ক৷ এটা চূড়ান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতই তাঁর জুতোয় পা গলাবেন৷ অর্থাৎ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপই অধিনায়ক কোহলির অধিনায়কত্বে শেষ ছোট ফর্ম্যাটের টুর্নামেন্ট৷

রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি জানিয়েছেন তিনি নিজের ব্যাটিং ও কেরিয়ারে ফোকাস করতে চান তিনি৷ পৃথিবীর সেরা ব্যাটসম্যান হওয়ার রাস্তায় ফের একবার হাঁটতে চান কিং কোহলি৷

advertisement

তিন ফর্ম্যাটেই ভারতের সফলতম অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বিসিসিআইকে ইতিমধ্যেই জানিয়েছেন এই মনের কথা৷ শুধু তাই নয় অভিজ্ঞ সতীর্থ রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেও তিনি নিজের মনের এই চিন্তা ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি৷ রোহিত বিভিন্ন ফর্ম্যাটে দলের দায়িত্ব নিন এটাও তিনি বলেছেন৷

ভারত বিরাট কোহলির নেতৃত্বে ৬৫ টি একদিনের ম্যাচ, ২৭ টি টোয়েন্টি জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ কোহলির নেতৃত্বে একদিনের ম্যাচ খেলা হয়েছে ৯৫ টি৷ যার মধ্যে ২৭ টি হার রয়েছে৷ একদিনের ক্রিকেটে কোহলির নেতৃত্বে জয়ের শতকরা হার ৭০.৪৩ শতাংশ৷

advertisement

এদিকে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ১০ বার নেতৃত্ব দিয়েছেন৷ তাঁর নেতৃত্বে ৮ বার জিতেছে টিম ইন্ডিয়া৷ ২ বার মাত্র হেরেছে তারা৷ আর টি টোয়েন্টিতে ১৯ বারের মধ্যে ১৫ বার জিতেছে ভারতীয় দল৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করে যেতে চান বলে জানিয়েছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Virat নয় Rohit অধিনায়ক, 'Rubbish' বলে জল্পনা গুঁড়িয়ে দিল খোদ বিসিসিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল