বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে কোনও ফর্মাটেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার কোনও প্রশ্ন নেই৷ BCCI কোষাধ্যক্ষ অরুণ ধুমাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ধরণের কোনও প্রশ্ন, সম্ভবনা কোনটাই নেই৷
আরও পড়ুন - Office Tips: আপনার অফিসের বস আপনার প্রতি আকৃষ্ট নন তো? জানান দেবে এই আচরণগুলো!
advertisement
এদিকে রোহিত শর্মা আইপিএলে এই মুহূর্তে সফলতম অধিনায়ক৷ এটা চূড়ান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতই তাঁর জুতোয় পা গলাবেন৷ অর্থাৎ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপই অধিনায়ক কোহলির অধিনায়কত্বে শেষ ছোট ফর্ম্যাটের টুর্নামেন্ট৷
রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি জানিয়েছেন তিনি নিজের ব্যাটিং ও কেরিয়ারে ফোকাস করতে চান তিনি৷ পৃথিবীর সেরা ব্যাটসম্যান হওয়ার রাস্তায় ফের একবার হাঁটতে চান কিং কোহলি৷
তিন ফর্ম্যাটেই ভারতের সফলতম অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বিসিসিআইকে ইতিমধ্যেই জানিয়েছেন এই মনের কথা৷ শুধু তাই নয় অভিজ্ঞ সতীর্থ রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেও তিনি নিজের মনের এই চিন্তা ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি৷ রোহিত বিভিন্ন ফর্ম্যাটে দলের দায়িত্ব নিন এটাও তিনি বলেছেন৷
ভারত বিরাট কোহলির নেতৃত্বে ৬৫ টি একদিনের ম্যাচ, ২৭ টি টোয়েন্টি জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ কোহলির নেতৃত্বে একদিনের ম্যাচ খেলা হয়েছে ৯৫ টি৷ যার মধ্যে ২৭ টি হার রয়েছে৷ একদিনের ক্রিকেটে কোহলির নেতৃত্বে জয়ের শতকরা হার ৭০.৪৩ শতাংশ৷
এদিকে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ১০ বার নেতৃত্ব দিয়েছেন৷ তাঁর নেতৃত্বে ৮ বার জিতেছে টিম ইন্ডিয়া৷ ২ বার মাত্র হেরেছে তারা৷ আর টি টোয়েন্টিতে ১৯ বারের মধ্যে ১৫ বার জিতেছে ভারতীয় দল৷
তবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করে যেতে চান বলে জানিয়েছেন৷