TRENDING:

Ind vs Aus: সিডনিতে অভিষেক হবে নভদীপ সাইনির, কার জায়গায় দলে এলেন রোহিত

Last Updated:

দেখে নিন সিডনি টেস্টের প্রথম একাদশ ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে  ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট৷ সিডনি টেস্টের  (SCG) জন্য দলে ফিরছেন নব নিযুক্ত সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷  চোট সারিয়ে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে দল ফিরলেন রোহিত৷ তিনি তরুণ শুভমান গিলের সঙ্গে ইনিংস ওপেন করবেন৷ ময়ঙ্ক আগরওয়ালকে(Mayank Agarwal) বাদ দিয়ে তিনি দলে ফিরলেন৷ প্রথম দুটি টেস্টে ফর্ম দেখানোর আপ্রাণ চেষ্টা করেও কোনও প্রভাবই ফেলতে পারেননি তরুণ ময়ঙ্ক৷
advertisement

বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অজিঙ্ক রাহানের কাঁধে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব৷ এই টেস্টেও তিনিই অধিনায়ক থাকছেন৷ তাঁর অধিনায়কত্বেই মেলবোর্নে বক্সিং টেস্টে ভালো জয় পেয়েছে টিম ইন্ডিয়৷ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর ৮ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল৷ রোহিতের সংযুক্তিকরণ দলের টপ অর্ডারে নিশ্চিতভাবে শক্তি অনেকটা বাড়াবে৷ উমেশ যাদব চোট পাওয়ায় দলে নাম ঢুকেছিল তরুণ নভদীপ সাইনি-র৷ এবার তিনি খেলবেন প্রথম একাদশেও৷

advertisement

শার্দুল ঠাকুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাঁর৷ প্রথম একাদশের টিকিটের দৌড়ে ছিলেন টি নটরাজনও৷ কিন্তু এঁদের সকলকে পিছনে ফেলে প্রথম একাদশে জায়গা পেলেন নভদীপ৷ জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে তিনি দলের তৃতীয় পেসার ৷ দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটেছে মহম্মদ সিরাজের৷ প্রথম ম্যাচেই দাগ কেটেছেন তিনি৷ অভিষেক টেস্টে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট৷ দলে তিন সিনিয়র পেসার নেই তবুও আশা এই তরুণ পেসাররাই দলের দায়িত্ব সামলাতে সফল হবেন৷

advertisement

দেখে নিন প্রথম একাদশ -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ajinkya Rahane, Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Hanuma Vihari, Rishabh Pant Ravindra Jadeja, R Ashwin, Jasprit Bumrah, Mohammed Siraj, Navdeep Saini

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: সিডনিতে অভিষেক হবে নভদীপ সাইনির, কার জায়গায় দলে এলেন রোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল