বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অজিঙ্ক রাহানের কাঁধে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব৷ এই টেস্টেও তিনিই অধিনায়ক থাকছেন৷ তাঁর অধিনায়কত্বেই মেলবোর্নে বক্সিং টেস্টে ভালো জয় পেয়েছে টিম ইন্ডিয়৷ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর ৮ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল৷ রোহিতের সংযুক্তিকরণ দলের টপ অর্ডারে নিশ্চিতভাবে শক্তি অনেকটা বাড়াবে৷ উমেশ যাদব চোট পাওয়ায় দলে নাম ঢুকেছিল তরুণ নভদীপ সাইনি-র৷ এবার তিনি খেলবেন প্রথম একাদশেও৷
advertisement
শার্দুল ঠাকুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাঁর৷ প্রথম একাদশের টিকিটের দৌড়ে ছিলেন টি নটরাজনও৷ কিন্তু এঁদের সকলকে পিছনে ফেলে প্রথম একাদশে জায়গা পেলেন নভদীপ৷ জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে তিনি দলের তৃতীয় পেসার ৷ দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটেছে মহম্মদ সিরাজের৷ প্রথম ম্যাচেই দাগ কেটেছেন তিনি৷ অভিষেক টেস্টে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট৷ দলে তিন সিনিয়র পেসার নেই তবুও আশা এই তরুণ পেসাররাই দলের দায়িত্ব সামলাতে সফল হবেন৷
দেখে নিন প্রথম একাদশ -
Ajinkya Rahane, Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Hanuma Vihari, Rishabh Pant Ravindra Jadeja, R Ashwin, Jasprit Bumrah, Mohammed Siraj, Navdeep Saini