সৌরাষ্ট্র ক্রিকেট কর্তাদের দাবি, তাদের স্থানীয় কিউরেটর বিবৃতি দিয়ে কোনও ভুল করেননি। অরুণলাল পিচ নিয়ে মন্তব্য করেছিলেন। তাই স্থানীয় কিউরেটর বক্তব্য রেখেছেন, কারণ সারা বছর এই পিচের দায়িত্বে তিনি থাকেন। বুধবার খেলা শেষে অরুনলাল জানান, "প্রথমেও বলেছি জঘন্য পিচ, আজও বলবো জঘন্য পিচ।" এদিন খেলা শেষে পিচের ছবি তুলে রাখেন অরুণলাল। তবে বোর্ডে এই ছবি নিয়ে এখনই অভিযোগ জানানো হবে না বলেই বাংলা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।
advertisement
শুধু পিচ বিতর্ক নয়, তার সঙ্গে আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ বাংলা টিম ম্যানেজমেন্ট। অভিমুন্যর আউট নিয়ে সমালোচনার ঝড়। পরিবর্তিত আম্পায়ার হিসেবে ম্যাচের তড়িঘড়ি যোগ দেওয়া যশোবন্ত এর বিরুদ্ধে অভিযোগ বাংলার। আপাতত দৃষ্টিতে দেখে মনে হয়েছে বলটি লেগ স্টাম্প মিস করেছে। তবে আম্পায়ার এলবিডব্লিউ দেন। ডিআরএসের নিয়ম নিয়েও ক্ষুব্ধ বাংলা শিবির। বঙ্গ ম্যানেজমেন্টের দাবি, অর্পিত বাসাভাড়া ১২ রানের মাথায় এলবিডব্লিউ ছিলেন সেটা আউট দেওয়া হয়নি। ম্যাচ রেফারি মনু নায়ারকে আম্পায়ারিং নিয়ে মৌখিক অভিযোগ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তবে এই নিয়ে বেশি বিতর্ক চাইছেনা বাংলা দল। ম্যাচ শেষ হবার আগে সিএবি এই নিয়ে অভিযোগ জানাতে চাইছে না। প্রথম ইনিংসে লিড পেতে বাংলার এখন দরকার ২৯২ রান। হাতে রয়েছে ৭ উইকেট।
ERON ROY BURMAN