জেনে নিন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কাহিনী৷
ওভালের মাঠে প্রথমে পাকিস্তান বল করে ইংল্যান্ড মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায়৷ এরপর ইনজামাম উল হকের পাকিস্তান ৫০৪ রান করে৷ কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এমন একটা জিনিস হয় যা দেখে ক্রিকেট ফ্যানরা হতচকিত হয়ে যান৷ কেউ তার আগে কখনও ভাবেনি ক্রিকেট মাঠে এধরণের ঘটনা ঘটতে পারে৷ ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৮ রান করে নেয়৷ এরপরেই পুরো পরিস্থিতি খারাপ হয়ে যায়৷ ড্যারেল হেয়ার পাকিস্তান বোলারদের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তোলেন৷ ইনজি অভিযোগ অস্বীকার করেন৷ এরপর টি ব্রেকে পাকিস্তান দল ড্রেসিংরুমে ফেরে আর মাঠে নামেনি৷
advertisement
পাকিস্তান এভাবে মাঠে না নামায় গোটা দুনিয়া চমকে যায়৷ আসলে অধিনায়ক ইনজামাম উল হক গোটা দলকেই ড্রেসিংরুমে আটকে দেয়৷ তারপর বহুক্ষণ বাদে মাঠে যখন ক্রিকেটাররা নামে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল৷ এই প্রথম ক্রিকেটে কোনও রদ হওয়া ম্যাচের একটি দলকে জয়ী ঘোষণা করা হয়৷
ম্যাচে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়৷ পাশাপাশি পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হককে এক মাসের জন্য নির্বাসিত করে দেওয়া হয়৷ এই ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসি কথা চালাতে থাকে৷ কিন্তু ২ বছর বাদে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷