তিনি আরও বলেন, ‘যখন পরপর জয়ের মধ্যে থাক, কোনও হারের স্বাদ চাখো না তখন বদ্ধ মানসিকতার মধ্যে আটকে যেতে হয় ৷ ’
‘একবার যখন দেখে নাও কী হতে পারে তখন সম্ভবনার বিষয়গুলি শেখা যায়৷ তখন বুঝতে পার নিউজিল্যান্ড মানসিকভাবে নিজেদের জন্য কী স্ট্র্যাটেজি বানাচ্ছে ৷ ’
আরও পড়ুন - #Viral: তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মা পৌঁছলেন স্কুলে! বাচ্চার কোথায় ? ভিডিও মুহূর্তেই ভাইরাল
advertisement
শাস্ত্রী আরও জুড়েছেন, ‘আমাদের টেস্টে দারুণ অবস্থা যাচ্ছিল, আমরা আটটা টেস্ট খেলে সাতটি টেস্ট জিতেছি ৷ সুতরাং একটা হারে প্যানিক করার কিছুই নেই ৷ ’
এদিকে ম্যাচের আগে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট জানিয়েছেন হেগলে পার্কের সবুজ উইকেট পেসারদের জন্য স্বর্গ ৷ ব্যাটসম্যানদের বদ্ধভূমি হতে চলেছে এই উইকেট এমনটাই জানিয়েছেন তিনি ৷
বোল্ট জানিয়েছেন এখানে বল করার জন্য উত্তেজিত হয়ে রয়েছেন তিনি ৷ শাস্ত্রী জানিয়েছেন পায়ের চোট থাকলেও দ্বিতীয় টেস্টে নির্বাচনের জন্য পাওয়া যাবে পৃথ্বী শ -কে ৷ এদিকে এই টেস্টে সম্ভবত প্রথম একাদশে থাকা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের ৷ তার বদলে দলে আসতে পারেন রবীন্দ্র জাডেজা ৷