TRENDING:

#NZvsIND: জয়ের লক্ষ্যে মরিয়া ভারত, সিরিজে সম্মান রক্ষার্থে অলআউট ঝাঁপাবে টিম কোহলি

Last Updated:

লজ্জার হারের পর কী ভাবছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তিনি আরও বলেন, ‘যখন পরপর  জয়ের মধ্যে থাক, কোনও হারের স্বাদ চাখো না তখন বদ্ধ মানসিকতার মধ্যে আটকে যেতে হয় ৷ ’

‘একবার যখন দেখে নাও কী হতে পারে তখন সম্ভবনার বিষয়গুলি শেখা যায়৷ তখন বুঝতে পার নিউজিল্যান্ড মানসিকভাবে নিজেদের জন্য কী স্ট্র্যাটেজি বানাচ্ছে ৷ ’

আরও পড়ুন - #Viral: তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মা পৌঁছলেন স্কুলে! বাচ্চার কোথায় ? ভিডিও মুহূর্তেই ভাইরাল

advertisement

শাস্ত্রী আরও জুড়েছেন, ‘আমাদের টেস্টে দারুণ অবস্থা যাচ্ছিল, আমরা আটটা টেস্ট খেলে সাতটি টেস্ট জিতেছি ৷ সুতরাং একটা হারে প্যানিক করার কিছুই নেই ৷ ’

এদিকে ম্যাচের আগে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট জানিয়েছেন হেগলে পার্কের সবুজ উইকেট পেসারদের জন্য স্বর্গ ৷ ব্যাটসম্যানদের বদ্ধভূমি হতে চলেছে এই উইকেট এমনটাই জানিয়েছেন তিনি ৷

advertisement

বোল্ট জানিয়েছেন এখানে বল করার জন্য উত্তেজিত হয়ে রয়েছেন তিনি ৷ শাস্ত্রী জানিয়েছেন পায়ের চোট থাকলেও দ্বিতীয় টেস্টে নির্বাচনের জন্য পাওয়া যাবে পৃথ্বী শ -কে ৷ এদিকে এই টেস্টে সম্ভবত প্রথম একাদশে থাকা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের ৷ তার বদলে দলে আসতে পারেন রবীন্দ্র জাডেজা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
#NZvsIND: জয়ের লক্ষ্যে মরিয়া ভারত, সিরিজে সম্মান রক্ষার্থে অলআউট ঝাঁপাবে টিম কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল