TRENDING:

Ind vs Eng: মাঠে বারবার কান্নায় ভেঙে পড়লেন ক্রুণাল পান্ডিয়া, দেখুন আবেগে ভেসে যাওয়াViral Video

Last Updated:

ক্রুণালকে নিয়ে মুগ্ধ নেটিজেনরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে : ক্রুণাল পান্ডিয়া ( Krunal Pandya) নিজের আবেগের  ওপর সমস্ত বাঁধন ভেঙে ফেললেন৷ মঙ্গলবার দিন জাতীয় দলের জার্সিতে একদিনের  (ODI) ক্রিকেটে অভিষেক ঘটে পান্ডিয়ার৷ তিনি অভিষেক ম্যাচে অপরাজিত ৫৮ রানের দারুণ একটা ইনিংস খেলেন৷ এদিন ভারতীয় দলের প্রায় সব টপ ও মিডল অর্ডার ক্রিকেটারই সফল৷  ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান খাড়া করে ভারতীয় ক্রিকেট দল৷
advertisement

ক্রুণাল নিজের পারফরম্যান্সের পর যখন ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলতে আসেন তখন একাধিকবার কান্নায় তাঁর গলা বুজে আসছিস৷  ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক এখন ধারাভাষ্যকর৷  অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা ক্রুণালের সঙ্গে তিনি কথা বলেন৷ ভাদোদরার অলরাউন্ডার নিজের আবেগ কন্ট্রোল করতে পারেন না৷ একেবারে ক্যামেরার সামনে ভেসে যান৷ দেখে নিন সেই সাক্ষাৎকারের মুহূর্ত৷ দেখে নিন সেই ভিডিও...

advertisement

এদিন ক্রুণলা শুধুমাত্র অভিষেকে পঞ্চাশ করেননি৷ তিনি অভিষেকে দ্রুততম পঞ্চাশ রানের নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার হিসেবে৷ কিছুদিন আগেই বাবা মারা গেছে হার্দিক ও ক্রুণালের৷ দুই ভাই- ই বাবার বিষয়ে দারুণ আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা এখন কারোর অজানা নয়৷

advertisement

এদিন ক্রুণালকে জাতীয় দলে -র ক্যাপ তুলে দেন তাঁর নিজের ভাই হার্দিক পান্ডিয়া৷

advertisement

এদিন ক্রুণাল যখন ব্যাট করতে নামেন সেই সময় দল অসুবিধার মধ্যে ছিল৷ শেষ ১০ ওভারের খেলা বাকি ছিল ৫ উইকেটে ২০৫ ছিল ভারতের স্কোর৷ ক্রুণাল ও কেএল রাহুল এরপর খেলার গতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন ৷ ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ করেন তাঁরা৷

অভিষেকেই দ্রুততম অর্ধশতরানের পরিসংখ্যান নিজের নামের পাশে করে নেন ক্রুণাল৷ মাত্র ২৬ বলে অর্ধশতরান করেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রান পাওয়ার জন্য লড়াই করছিলেন কেএল রাহুল৷ এদিন তিনি ফর্মে ফেরেন ৷ যা ভারতীয় দলের জন্য স্বস্তির খবর৷ তিনি অপরাজিত ৬২ রান করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস বোলিং করেন বেশ দারুণ৷ ৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি৷ মার্ক উডও নেন জোড়া উইকেট৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: মাঠে বারবার কান্নায় ভেঙে পড়লেন ক্রুণাল পান্ডিয়া, দেখুন আবেগে ভেসে যাওয়াViral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল