ক্রুণাল নিজের পারফরম্যান্সের পর যখন ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলতে আসেন তখন একাধিকবার কান্নায় তাঁর গলা বুজে আসছিস৷ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক এখন ধারাভাষ্যকর৷ অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা ক্রুণালের সঙ্গে তিনি কথা বলেন৷ ভাদোদরার অলরাউন্ডার নিজের আবেগ কন্ট্রোল করতে পারেন না৷ একেবারে ক্যামেরার সামনে ভেসে যান৷ দেখে নিন সেই সাক্ষাৎকারের মুহূর্ত৷ দেখে নিন সেই ভিডিও...
advertisement
এদিন ক্রুণলা শুধুমাত্র অভিষেকে পঞ্চাশ করেননি৷ তিনি অভিষেকে দ্রুততম পঞ্চাশ রানের নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার হিসেবে৷ কিছুদিন আগেই বাবা মারা গেছে হার্দিক ও ক্রুণালের৷ দুই ভাই- ই বাবার বিষয়ে দারুণ আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা এখন কারোর অজানা নয়৷
এদিন ক্রুণালকে জাতীয় দলে -র ক্যাপ তুলে দেন তাঁর নিজের ভাই হার্দিক পান্ডিয়া৷
এদিন ক্রুণাল যখন ব্যাট করতে নামেন সেই সময় দল অসুবিধার মধ্যে ছিল৷ শেষ ১০ ওভারের খেলা বাকি ছিল ৫ উইকেটে ২০৫ ছিল ভারতের স্কোর৷ ক্রুণাল ও কেএল রাহুল এরপর খেলার গতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন ৷ ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ করেন তাঁরা৷
অভিষেকেই দ্রুততম অর্ধশতরানের পরিসংখ্যান নিজের নামের পাশে করে নেন ক্রুণাল৷ মাত্র ২৬ বলে অর্ধশতরান করেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রান পাওয়ার জন্য লড়াই করছিলেন কেএল রাহুল৷ এদিন তিনি ফর্মে ফেরেন ৷ যা ভারতীয় দলের জন্য স্বস্তির খবর৷ তিনি অপরাজিত ৬২ রান করেন৷
এদিকে ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস বোলিং করেন বেশ দারুণ৷ ৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি৷ মার্ক উডও নেন জোড়া উইকেট৷