ধাওয়ান বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলার সময় হাঁটুতে দারুণ চোট পেয়েছিলেন ৷ ২৫ টি সেলাই পড়েছিল তাঁর ৷ সেই ধাওয়ানও চোট সারিয়ে ফিরেছেন দলে ৷ এই সিরিজে বিশ্রামে যাচ্ছেন রোহিত শর্মা ৷ পাঁচ নির্বাচক কমিটির সদস্যের বৈঠকের পর এই ঘটনা ঘোষণা করেছেন এমএসকে প্রসাদ ৷
স্ট্রেস ফ্র্যাকচারের কারণে পিঠে ব্যাথার কারণে বুমরাহ বিশ্রামে ছিলেন ৷ বিশাখাপত্তনমে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেট সেশনের সময় ৷ জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ১৪ তারিখ ৷
advertisement
এই সিরিজে বিশ্রাম পেয়েছেন রোহিত ও মহম্মদ শামি ৷ রোহিত শর্মা দারুণ ছন্দে ছিলেন গোটা ২০১৯ আর ২০২০ -র শুরুতেই তিনি গেলেন বিশ্রামে ৷ শেষ তিনটি একদিনের ম্যাচে ২৫৮ রান করেছিলেন তিনি ৷
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতে টানা ১০ টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া ৷ গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷ ৫, ৭,১০ তারিখ তিনটি ম্যাচ রয়েছে৷
আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজ রয়েছে ভারতের ৷ ১৪ জানুয়ারি মুম্বইতে প্রথম ম্যাচ ৷ এছাড়া আরও দুটি ম্যাচ রয়েছে ১৭ ও ১৯ তারিখে ৷
আরও দেখুন