TRENDING:

IPL 2021: আজ আইপিএলে সন্ধ্যা জমজমাট, কখন কোথায় দেখবেন RCB vs CSK, জানুন সম্ভাব্য একাদশ

Last Updated:

আইপিএল ২০২১ (IPL 2021) আরসিবি বনাম সিএসকে (RCB vs CSK)৷ মুখোমুখি (Virat Kohli) ও মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএলে ২০২১-র (IPL 2021) ফ্যানদের জন্য আজ দারুণ দিন৷ আইপিএলে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli) ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক , অধিনায়কত্ব করবেন সিএসকে-র হয়ে, আর ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি করবেন আরসিবি-র৷ বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন এই মরশুমের আইপিএলের পর আর অধিনায়কত্ব করবেন না৷ ফলে অধিনায়ক হিসেবে বিরাট বনাম ধোনি লড়াই আদৌ আর আইপিএল প্রেমী জনতা দেখতে পাবেন কিনা সিএসকে বনাম আরসিবি (RCB vs CSK) সেটা একটা বড় প্রশ্ন৷ এদিন আইপিএল ২০২১-র ৩৫তম ম্যাচ খেলা হচ্ছে ৷ যা খেলা হবে শারজাতে৷
IPL 2021: matches today 23 september csk vs rcb, where and where to watch, Know probable playing 11
IPL 2021: matches today 23 september csk vs rcb, where and where to watch, Know probable playing 11
advertisement

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ, আর টস হবে সন্ধ্যা সাতটায়৷ স্টার স্পোর্টসের চ্যানেল টিভিতে লাইভ সম্প্রচার দেখা যাবে এই ম্যাচের আর যারা অনলাইনে দেখবেন তাঁদের জন্য হটস্টারে এর লাইভ স্ট্রিমিং৷ আরসিবি বনাম সিএসকে (RCB vs CSK) গ্রুপ পর্বের গত ম্যাচে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দলের কাছে খারাপভাবে হেরেছিলেন বিরাট কোহলিরা ( (Virat Kohli)৷ সেই ম্যাচে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৯১ রান করেছিল চেন্নাই অন্যদিকে আরসিবি ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করতে পেরেছিল৷

advertisement

আরও পড়ুন - Explainer: Covid 19-র পাশাপশি Viral Fever-র প্রকোপ বাড়ছে, যে যে বিষয় মাথায় রাখতে হবে...

এদিনের ম্যাচ খেলা হবে শারজাতে৷ আইপিএলের  (IPL 2021)  দ্বিতীয়পর্বে এই প্রথম শারজাতে ম্যাচ খেলা হবে৷ ছোট বাউন্ডারির জন্য গত মরশুমে এই মাঠে বেশ কয়েকটি বড় স্কোরের ম্যাচ হয়েছিল, এদিনও তাই ব্যাটিং ধামাকা দেখার আসায় ক্রিকেটপ্রেমীরা৷ এইবারের আইপিএলের দ্বিতীয় পর্বে মুম্বইকে হারিয়ে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে সিএসকে৷ অন্যদিকে আরসিবি কেকেআরের কাছে খারাপভাবে হেরেছে৷ এই ম্যাচ খেলার আগে আইপিএল পয়েন্ট টেবলে দুই নম্বরে রয়েছে সিএসকে এবং তিন নম্বরে আরসিবি৷ আরসিবি যদি চারে জায়গা মজবুত করতে চায় তাহলে এই ম্যাচ জিততে হবে বিরাট কোহলির দলকে৷

advertisement

আরও পড়ুন - ICC T20 World Cup 2021: IPL 2021-র ‘এই’ ক্রিকেটারকে নিয়ে বিশাল চিন্তায় Virat Kohli

আরসিবি সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, শ্রীকার ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুষ্মন্ত চামিরা, শচিন বেবি/ শাহবাজ আহমেদ, কেইলি জেমিসন, মহম্মদ শিরাজ, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

সিএসকে সম্ভাব্য একাদশ- ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু/ রবিন উথাপ্পা, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোস হেজেলউড

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: আজ আইপিএলে সন্ধ্যা জমজমাট, কখন কোথায় দেখবেন RCB vs CSK, জানুন সম্ভাব্য একাদশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল