ধোনি ১৪ বছরে সবচেয়ে খারাপ ধোনির৷ এই মরশুমে ১৩ ম্যাচে ৯ ইনিংসে ১৪ গড়ে ৮৪ রান করেছেন৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ৯৭.৬৭৷ যা তাঁরআইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স৷ সিএসকে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করেন৷
আরও পড়ুন - BB 15 এই ফটোগুলি ধরাচ্ছে আগুন, নতুন এই তন্বী সুন্দরীর PHOTOS ভাইরাল
advertisement
এমএস ধোনি দিল্লির বিরুদ্ধে ২৭ বলে ১৮ রান করেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি নিজের ইনিংসে একটিও বাউন্ডারি অবধি মারতে পারেননি৷ তাঁর স্ট্রাইকরেট ৬৬.৬৬ ব্যাট করেছেন৷ এই কারণেই মূলত তাঁর দল ১৫০ রান অবধি পার করতে পারেনি৷ ধোনি বর্তমান মরশুমে ৮৬ বলে ৮৪ রান করেছেন৷ মেরেছেন ৭ টি চার ও ২ টি ছয়৷ তিনি বাউন্ডারিতে মাত্র ৪০ রান করেন৷ গত মরশুমে ধোনির স্ট্রাইকরেট ছিল ১১৬৷ ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷
আইপিএলে ধোনির স্ট্রাইকরেট ১৩৬৷ ২১৭ ম্যাচে ৪০ গড়ে তিনি ৪৭১৬ রান করেছে৷ তিনি ২৩ টি অর্ধশতরান করেছেন৷ তিনি ৩০০ -র বেশি চার এবং ২০০-র বেশি ছক্কা মেরেছেন৷ এক মরশুমে সবচেয়ে বেশি রান তিনি ২০১৩ তে বানিয়েছিলেন৷ সে সময় ১৮ ম্যাচে ৪২ গড়ে ৪৬১ রান করেছেন৷ ৪ টি অর্ধশতরান মেরেছেন তিনি৷ স্ট্রাইকরেট ছিল ১৬৩৷
আরও পড়ুন - Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক
১৩ ম্যাচের ৯ টি তে জিতে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷ অন্যদিকে এদিনের ম্যাচে জিতে ১৩ ম্যাচে ১০ টি জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে দেল দিল্লি ক্যাপিটাল্স৷ এই দুই দলই আইপিএল ২০২১-র প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে৷ কিন্তু যে দল এক নম্বর হয়ে যাবে তারা বাড়তি সুযোগ পাবে৷
এদিকে আইপিএল ২০২১ এর প্লে অফে পৌঁছে গেছে আরসিবি৷ ১২ ম্যাচের ৮ টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির দল৷