TRENDING:

IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির

Last Updated:

IPL 2021: ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷ মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং (MS Dhoni batting) এবার একেবারেই নক্কারজনক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বড়-বড় শট লাগানোর জন্য একেবার পৃথিবী বিখ্যাত৷ কিন্তু গত ২ বছর ধরে তাঁর ব্যাট থেকে বিশেষ কোনও পারফরম্যান্স সামনে আসছে না৷ গত মরশুমে শুধু মহেন্দ্র সিং ধোনিই নন, তাঁর দল চেন্নাই সুপার কিংসও আইপিএলে নিজেদর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল৷ গত মরশুমে প্লে অফে -র টিকিট অবধি পায়নি চেন্নাই সুপার কিংস৷ তবে আইপিএল ২০২১ এ (IPL 2021)  সিএসকে (CSK) ইতিমধ্যেই শেষ চারের টিকিট পেয়ে গেছে৷ তবে দলের পারফরম্যান্সের পাশাপাশি এ মরশুমে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে৷
ipl 2021: ms dhoni worst performance in ipl history
ipl 2021: ms dhoni worst performance in ipl history
advertisement

ধোনি ১৪ বছরে সবচেয়ে খারাপ ধোনির৷ এই মরশুমে ১৩ ম্যাচে ৯ ইনিংসে ১৪ গড়ে ৮৪ রান করেছেন৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ৯৭.৬৭৷ যা তাঁরআইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স৷ সিএসকে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করেন৷

আরও পড়ুন - BB 15 এই ফটোগুলি ধরাচ্ছে আগুন, নতুন এই তন্বী সুন্দরীর PHOTOS ভাইরাল

advertisement

এমএস ধোনি দিল্লির বিরুদ্ধে ২৭ বলে ১৮ রান করেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি নিজের ইনিংসে একটিও বাউন্ডারি অবধি মারতে পারেননি৷ তাঁর স্ট্রাইকরেট ৬৬.৬৬ ব্যাট করেছেন৷ এই কারণেই মূলত তাঁর দল ১৫০ রান অবধি পার করতে পারেনি৷ ধোনি বর্তমান মরশুমে ৮৬ বলে ৮৪ রান করেছেন৷ মেরেছেন ৭ টি চার ও ২ টি ছয়৷ তিনি বাউন্ডারিতে মাত্র ৪০ রান করেন৷ গত মরশুমে ধোনির স্ট্রাইকরেট ছিল ১১৬৷ ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷

advertisement

আইপিএলে ধোনির স্ট্রাইকরেট ১৩৬৷ ২১৭ ম্যাচে ৪০ গড়ে তিনি ৪৭১৬ রান করেছে৷ তিনি ২৩ টি অর্ধশতরান করেছেন৷ তিনি ৩০০ -র বেশি চার এবং ২০০-র বেশি ছক্কা মেরেছেন৷ এক মরশুমে সবচেয়ে বেশি রান তিনি ২০১৩ তে বানিয়েছিলেন৷ সে সময় ১৮ ম্যাচে ৪২ গড়ে ৪৬১ রান করেছেন৷ ৪ টি অর্ধশতরান মেরেছেন তিনি৷ স্ট্রাইকরেট ছিল ১৬৩৷

advertisement

আরও পড়ুন - Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক

১৩ ম্যাচের ৯ টি তে জিতে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷ অন্যদিকে এদিনের ম্যাচে জিতে ১৩ ম্যাচে ১০ টি জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে দেল দিল্লি ক্যাপিটাল্স৷ এই দুই দলই আইপিএল ২০২১-র প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে৷ কিন্তু যে দল এক নম্বর হয়ে যাবে তারা বাড়তি সুযোগ পাবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এদিকে আইপিএল ২০২১ এর প্লে অফে পৌঁছে গেছে আরসিবি৷ ১২ ম্যাচের ৮ টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির দল৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল