TRENDING:

IPL 2021: KKR vs MI: ম্যাচ জিতেও অস্বস্তি, ২৪ লক্ষ টাকা ফাইন ইয়ন মর্গ্যানের!

Last Updated:

আইপিএল ২০২১ -র (IPL 2021) ম্যাচের আইপিএল থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে এই খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: আইপিএল ২০২১ এ -র দ্বিতীয় পর্বের (IPL 2021) এক মেগা টক্করে মুখোমুখি হয়েছিল কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)  ম্যাচে ৭ উইকেটে জিতেছিল নাইটরা৷ আইপিএলের প্রথম পর্বে কেকেআরের পারফরম্যান্স বেশ হতশ্রী ছিল, সেখান থেকে দ্বিতীয় পর্বের ম্যাচের প্রথমে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় এবং দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়৷ কিন্তু এরমধ্যেও একটা খারাপ খবর৷ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের (KKR captain Eoin Morgan) ফাইন হয়েছে, তাও আবার ২৪ লক্ষ টাকার ফাইন৷ ইয়ন মর্গ্যানের ফাইন (KKR captain fined) হয়েছে স্লো ওভাররেটের জন্য৷
ipl 2021: kkr vs mi:  KKR captain eoin morgan fined rupeess 24 lakh- Photo- KKR/Instagram
ipl 2021: kkr vs mi: KKR captain eoin morgan fined rupeess 24 lakh- Photo- KKR/Instagram
advertisement

আইপিএল ২০২১ -র (IPL 2021) ম্যাচের আইপিএল থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে এই খবর৷ কেকেআর এই জয়ের ফলে এই পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে৷ এই জয়ের পর এভাবে আর্থিক লোকসানের খবরে একটু হলেও দুঃখের আবহ রয়েছে৷ তাঁর এক , নয় দুই লক্ষ নয় একেবারে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে৷ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের ফাইন  (Eoin Morgan Fined) হল৷ কলকাতার দল আইপিএল নূন্যতম ওভাররেটের যে কোড অফ কন্ডাক্ট এই মরশুমে দ্বিতীয়বার নিয়ম ভাঙলেন৷ আইপিএলের তরফ থেকে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন - IPL 2021: আজ আইপিএলে সন্ধ্যা জমজমাট, কখন কোথায় দেখবেন RCB vs CSK, জানুন সম্ভাব্য একাদশ

কেকেআরের প্রথম একাদেশ বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা জরিমানা হয়েছে৷ আর অধিনায়কের ব্যক্তিগত ম্যাচ ফি-র ২৫ শতাংশের কম জরিমানা হয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কথা হয় তাহলে কলকাতা এই দলের বিরুদ্ধে হারের চক্র ভাঙেন৷ এই মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর  (KKR vs MI)  লড়াইতে কেকেআরের পরিসংখ্যান বেশ দুর্বল৷ ২৮ ম্যাচের মধ্যে মাত্র ৬ টি ম্যাচ জিতেছে তারা৷ রাহুল ত্রিপাঠী ও ভেঙ্কটেশ আইয়ার৷ যার জেরে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতে৷

advertisement

আরও পড়ুন - Post office scheme: ১০ হাজার টাকা জমা করে পেয়ে ম্যাচিউরিটিতে পান ১৬ লক্ষ টাকা, পোস্টঅফিসের মালমাল স্কিম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা  কেকেআর বনাম মুম্বই  (KKR vs MI) ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে  ১৫৫ রান করে৷ আর কলকাতা এই জয়ের লক্ষ্য নিয়ে ১৫.১ ওভারে ৩ উইকেট খুইয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷  কেকেআরের জন্য রাহুল ত্রিপাঠী ৭৪ রানে অপরাজিত থাকেন এবং ভেঙ্কটেশ আইয়ার ৫৩ করেন৷ মুম্বইয়ের জন্য জসপ্রীত বুমরাহ তিন উইকেট নেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: KKR vs MI: ম্যাচ জিতেও অস্বস্তি, ২৪ লক্ষ টাকা ফাইন ইয়ন মর্গ্যানের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল