TRENDING:

IPL 2021: ভুল করলে নিস্তার নেই, দলের সদস্য ও পরিবারের হবে কড়া শাস্তি

Last Updated:

একাধিক নিয়ম থাকছে যা মানতে হবে ক্রিকেটার ও ক্রিকেটারের পরিবারকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) অংশ নেওয়া আন্তর্জাতিক ক্রিকেটারদের আইসোলেশনে থাকতে হবে না৷ কিন্তু ফ্রাঞ্চাইজি সদস্য এবং তাঁদের পরিবারের বিরুদ্ধে বাবল উল্লঙ্ঘন করলে কড়া শাস্তি পেতে হবে৷ আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে (IPL 2021 in UAE) ফের দ্বিতীয় পর্বে শুরু হবে আইপিএল৷ এর আগেই সুরক্ষাবিধি নিয়ে বিসিসিআই বিশেষ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি -র প্রটোকল জারি করেছে৷ প্রথমপর্বের আইপিএলে  বায়োবাবল ভাঙর পর আইপিএলে এখন সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন হবে৷ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয়পর্ব৷ সেখানের প্রথম ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের৷
advertisement

পরিচালন সংস্থা -র প্রটোকল  (IPL 2021 Protocol) বলা হয়েছে, ‘ফ্রাঞ্চাইজি সদস্য বা তাঁর পরিবারের সদস্যদের কেউই যদি বায়ো বাবল ভাঙে তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে৷ আইপিএলে সারা পৃথিবীর সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের থেকে ক্রিকেটাররা অংশগ্রহণ করে৷ যাতে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ, বাংলাদেশ রয়েছে৷ প্রটোকল অনুযায়ি সমস্ত ফ্রাঞ্চাইজি দলের সদস্যরা কোভিড ১৯- আরটিপিসিআর টেস্ট করিয়ে আসতে হবে৷ রিপোর্ট প্লেনে ওঠার ৭২ঘণ্টা আগে করাতে হবে৷ সকলকে নিজেকে আইসোলেশনে রাখতে হবে৷ আরটিপিসিআর টেস্টের পর অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সমস্ত ক্রিকেটার ও সদস্য যাঁরা সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবেন তাঁদের প্রত্যেককেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে রাখতে হবে৷ সংবাদ সংস্থা এনএনআই -র খবর অনুযায়ি বিসিসিআই সূত্র জানিয়েছেন সমস্ত দলকে বলে দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেক সদস্যকে করোনা ভ্যাকসিনের দুটি করে ডোজ নিতেই হবে৷ যদি ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকে তাহলে ইউএই পৌঁছতে সমস্যা হবে না৷ উল্লেখ্য আইপিএল ২০২১ -র ৬০ ম্যাচের মধ্যে ২৯ টি খেলা হয়েছে৷ কিন্তু ৪ মে করোনা কেস সামনে আসার পর লিগ স্থগিত করে দেওয়া হয়৷ এখন সমস্ত ম্যাচ ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর অবধি সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷ এর একেবারে পরপরেই সংযুক্ত আরব আমিরশাহিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ শুরু হয়ে যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: ভুল করলে নিস্তার নেই, দলের সদস্য ও পরিবারের হবে কড়া শাস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল