#কলকাতা: বৃহস্পতিবার আইপিএল নিলাম। প্রথমবার শহরে নিলাম পর্ব। এখন দেখার চূড়ান্ত ৩৩২ ক্রিকেটারের মধ্যে দল পাবেন কতজন ক্রিকেটার? সর্বাধিক ৪২ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে কিংস অলেভেন পঞ্জাবের কাছে। প্রীতি জিন্টার দলের হয়ে অকশন টেবিলে বসবেন কোচ অনিল কুম্বলে। দ্বিতীয় সর্বাধিক ৩৫ কোটি ৬৫ লক্ষ টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে।
advertisement
নিলামের আগে বুঝবার শহরে হাজির নাইট কর্ণধার শাহরুখ খান ও জুহি চাওলা। তবে টিম সূত্রে খবর, শহরে থাকলেও অকশন টেবিলে বসবেন না কিং খান। সিইও ভেঙ্কি মাইসোরের সাথে থাকবেন কোচ ম্যাকালাম, ব্যাটিং কোচ অভিষেক নায়ার। বুধবার শহরে থাকলেও নিলামে থাকবেন না নাইট অধিনায়ক দীনেশ কার্তিক।
স্লট অনুযায়ী ১১ জন ক্রিকেটার নিতে পারবে কেকেআর। তবে সিইও ভেঙ্কি মাইসোর বুধবার নিউজ১৮ বাংলাকে জানান, জায়গা থাকলেও ৭-৮ জনের বেশি ক্রিকেটার নেওয়া হবে। অতীতেও স্কোয়াড ভর্তি করার জন্য ক্রিকেটার নেওয়া হয়নি। প্রয়োজন অনুযায়ী ক্রিকেটার নেওয়া হবে। সমস্ত ক্রিকেটাররা যাতে সুযোগ পায় সেটাও দেখা হবে।
ইতিমধ্যেই প্ল্যান তৈরি হয়েছে। এখন দেখার অকশনে কোন শেষপর্যন্ত পাওয়া যায়। সূত্রের খবর, টপঅর্ডার ব্যাটসম্যান খুঁজছে শাহরুখের দল। লিন, উথাপ্পাকে ছাড়ার পর ভাল ওপেনার নেই নাইটদের হাতে। ফলে শাই হোপ, জেসন রয়, অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটারের জন্য ঝঁপাবে নাইট শিবির। দলে রাসেল থাকলেও আরও একজন ব্যাটিং অলরাউন্ডার নেওয়ার ভাবনা ম্যাকালামদের। কম খরচে ক্রিস লিনকে পেলেও রিটার্ন করানোর প্ল্যান রয়েছে কেকেআরের। তবে বোলিং বিভাগ নিয়ে বেশি চিন্তা করছে না কলকাতা। কালিসের পরিবর্তে নতুন মরশুমে নাইটদের কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। মেন্টের দায়িত্বে ডেডিড হাসি। বোলিং কোচ কিউই প্রাক্তন তারকা কাই মিলস। দলের নতুন কোচিং স্টাফদের নিয়ে আশাবাদী ভেঙ্কি মাইসোর। সিইও জানান, এতদিন একটা ভাবনায় দল চলছিল। এখন নতুন কোচিং কম্বিনেশন তৈরি হয়েছে। ফলে তাঁদের অন্যভাবনা রয়েছে দল পরিচালনায়।
বর্তমানে দলে থাকা আশাকরি অন্যদিকে ক্রিকেটমহলরে ধারণা মিচেল স্টার্ক না থাকায় প্যাট কামিন্সের চড়া দাম উঠতে পারে। ভাল দাম পেতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলও। বিজয় হাজারের দুরন্ত পারফর্ম করা যশশ্বী জয়সওয়াল, অনূর্ধ্ব ১৯ ভারতীয় অধিনায়ক প্রীয়ম গর্গের জন্য ৮ দল ঝাঁপাতে চলেছে।
বাংলা থেকে নিলামে থাকছে ৯ ক্রিকেটার। তবে সেই তালিকা থেকে কোনও ক্রিকেটারের নাইট শিবিরে সুযোগ পাওয়া মুশকিল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এই নিয়ে সিইও ভেঙ্কি জানান, ইচ্ছে থাকলেও অনেক সময় সবাইকে নেওয়া যায় না। দেখতে হবে আমাদের কোন স্লটের ক্রিকেটার প্রয়োজন। যেমন, ভারতীয় অনেক বোলার ভাল পারফর্ম করলেও নাইটের সেই বিভাগে প্রায় জায়গা নেই। মোট ৭৩ ক্রিকেটার বিক্রি হতে পারবে লক্ষ্মীবারের নিলামে। তারমধ্যে ২৯ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন।
শাহরুখ, জুহি আসার দিনই রাতে শহরে এসে পৌঁছলেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি।
এদিকে দিল্লি দলের সঙ্গে যুক্ত থাকা মহম্মদ কাইফ জানান, আইপিএলে মিস করবেন সৌরভকে। তবে বোর্ড প্রেসিডেন্ট হওয়াতে দাদি ক্রিকেটের অনেক উন্নতি করবে। সবমিলিয়ে নিলাম পর্বের আগে জমজমাট শহর তিলোত্তমা। শহরে হাজির সব ফ্র্যাঞ্চাইজির লোকজন। এখন দেখার পছন্দের তালিকা থেকে নাইটরা কোন কোন ক্রিকেটারকে কিনতে পারে।