ওয়েলশ ফায়ার দল ওপেনার ব্রায়নি স্মিথ (38)এর সুবাদে ১০০ বলে ৯ উইকেটে ১২৭ রান করেন৷ বার্মিংহ্যাম দল ১২৮ রানের টার্গেট পায়৷ যা মাত্র ৭৬ বলে জয় পেয়ে যায়৷ শেফালি ভর্মা ২২ বলে অর্ধশতরান করে ফেলেন৷ আর মোচ ৭৬ রান করেন৷ তিনি নিজের ইনিংসে ৪২ বলে ৯ টি চার ও ২ টি ছয় মারেন৷
advertisement
শেফালি এবলিন জোন্সের (Evelyn Jones) সঙ্গে ১৩১ রান তোলেন৷ ওপেনিং পার্টনারশিপে বিনা উইকেটে খুইয়ে জয় পায়৷ এই লিগে এটা রেকর্ড পার্টনারশিপ৷ শেফালি ৯ টি চার মারেন৷ তিনিই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন৷
বার্মিংহ্যাম দল ৬ ম্যাচে এটা দ্বিতীয় জয় ছিল৷ অন্যদিকে ওয়েলশ ফায়ারকে চার নম্বর হার শিকার করতে হল৷ আসলে বার্মিংহ্যাম ফিনিক্স ৮ টি দলের তালিকার ৫ নম্বরে রয়েছেন আর ওয়েলশ ফায়ার ৭ নম্বরে রয়েছেন৷ দুই দলেরই ৪ পয়েন্ট রয়েছে৷ এই লিগের ফাইনাল ২১ অগাস্ট লর্ডসে খেলা হবে৷