TRENDING:

ইডেনে গোলাপি ইতিহাস, ২২ রানে ৫ উইকেট নিয়ে নায়ক ইশান্ত

Last Updated:

ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্টে ৫ উইকেট দিল্লির পেসার ইশান্ত শর্মার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২২ রানে ৫ উইকেট। গোলাপি টেস্টে ইতিহাসের পাতায় ইশান্ত শর্মা। ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্টে ৫ উইকেট দিল্লির পেসারের। বাংলাদেশ শেষ ১০৬ রানেই।
advertisement

বল পড়ার আগে থেকেই বলা হচ্ছিল গোলাপি বল সুবিধা দেবে সিমারদের। টস জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিতে যেন বিরাটের কাছে রাস্তাটা আরও সোজা হয়ে গেল। প্রাক্তনদের মতে, ইডেনের প্রথম একঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ। এবারও বাংলাদেশ অধিনায়ক সেই গুরুত্ব বুঝতে পারলেন না। চায়ের আগে ছয় উইকেট হারিয়ে মুখ আরও কালো হল মমিনুলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শামির মঞ্চে দাপট দেখালেন ইশান্ত। ৩০.৩ বলেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। ২২ রানে তাঁর শিকার ৫ উইকেটে। ইডেন টেস্টের প্রথম দিনেই ইতিহাসের সাক্ষী তিনি। ঘরের মাঠে দুটি উইকেট শামির। এই ম্যাচেই শততম শিকার ঋদ্ধির।

বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে গোলাপি ইতিহাস, ২২ রানে ৫ উইকেট নিয়ে নায়ক ইশান্ত