TRENDING:

Ind vs Aus: শার্দুল না নভদীপ ভাবতে গিয়ে কালঘাম, আবহাওয়াই নাকি বেছে নেবে কে খেলবেন!

Last Updated:

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)-র মধ্যে ৭ তারিখ থেকে তৃতীয় টেস্ট শুরু হবে৷এই ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)-র মধ্যে ৭ তারিখ থেকে তৃতীয় টেস্ট শুরু হবে৷এই ম্যাচে দলে ফিরছেন  রোহিত শর্মা৷ ভারতীয় দলে চোটের জন্য ছিটকে গিয়েছেন জোরে বোলার উমেশ যাদবও৷ তাঁর বদলে দলে আসার লড়াই দুই তরুণ বোলারের মধ্যে৷ একজন শার্দুল ঠাকুর (shardul thakur) এবং অন্যজন নভদীপ সাইনি (Navdeep Saini) ৷
advertisement

এই দুই বোলারের মধ্যে কোন বোলারকে প্রথম একাদশে রাখা হবে তা নিয়ে থিঙ্কট্যাঙ্ক চিন্তাভাবনা চালাচ্ছে৷  উমেশ যাদব অত্যন্ত অভিজ্ঞ বোলার৷ এবার তার বদলি হিসেবে নভদীপ ও শার্দুলের মধ্যে লড়াই৷ ম্যানেজেমেন্টে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি সিডনি টেস্টে কে প্রথম একাদশে থাকবেন৷

কিছুদিন আগেই মুম্বইয়ের পেসার ও টেলএন্ডার ব্যাটসম্যান শার্দুল ঠাকুর সকলের পছন্দের ছিলেন৷ কিন্তু কিছু অভিজ্ঞ ক্রিকেটারের মতে অস্ট্রেলিয়ার মাঠে নিজের দুরন্ত গতি দিয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারবেন নভদীপ সাইনি৷

advertisement

তৃতীয় জোরে বোলার হিসেবে কে আসবেন তাতে পারফরম্যান্সের পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখতে হবে তা হল সিডনির আবহাওয়া৷ তাই এই নিয়ে খানিকটা ধীরে চলো নীতিতে হাঁটছে ভারত৷ সিডনিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ খারাপ আবহাওয়ার জেরে মঙ্গলবারও পিচ ঢেকে রাখা হয়েছিল৷ বুধবার পিচ দেখার পরেই নেওয়া হবে সিদ্ধান্ত৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদি আকাশে মেঘ থাকে আর পিচে আর্দ্রতা থাকে তাহলে ঠাকুরের প্রথম একাদশে খেলার সম্ভবনা উজ্জ্বল হবে৷ অন্যদিকে পিচ পাটা হলে সাইনি দলে আসতে পারেন৷ নিজের দ্রুত গতির বোলিংয়ে ও পুরনো বলে রিভার্স সুইংয়ে অজি ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতে পারেন৷ এই পরিস্থিতিতে সিডনি টেস্টে দলে আসতে পারেন নভদীপ সাইনি৷ জোরে বোলার হিসেবে ভারতের হাতে আরও একটি বিকল্প রয়েছে তিনি টি নটরাজন৷ তিনি অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত ফর্মেও ছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: শার্দুল না নভদীপ ভাবতে গিয়ে কালঘাম, আবহাওয়াই নাকি বেছে নেবে কে খেলবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল