TRENDING:

Ind vs Aus: অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কমবয়সে অর্ধশতরান, দিনের শেষে স্কোর ৯৬/২

Last Updated:

তরুণ গিলে মজে ক্রিকেট দুনিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি:  সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ভালো পারফরম্যান্সের পর দুই ওপেনারের দক্ষতায় দিনের শেষটাও মোটের ওপর ভালোই হল টিম ইন্ডিয়ার৷ তরুণ শুভমান গিলের অর্ধশতরানের সুবাদে ৪৫ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে ৷
advertisement

এদিন চোট কাটিয়ে এবং কোয়ারেন্টাইন কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া রোহিত শর্মা তরুণ শুভমান গিলকে নিয়ে ইনিংস ওপেন করেন৷ ৭৭ বলে ২৬ রান করেন রোহিত৷ তিনি হেজেলউডের শিকার৷ ওপেনার শুভমান এদিন শুরু থেকেই খুবই স্বচ্ছন্দ ছিলেন৷ তিনি ১০১ বলে ৫০ রান করেন৷ ৮ টি চার মারেন তিনি৷ তাঁকে অবশ্য প্যাট কামিন্স প্যাকআপ করে দেন৷

advertisement

দিনের শেষে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ৷ পূজারা ৫৩ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন, ৪০ বলে ৫ রান করেন রাহানে৷ এদিকে শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা৷

তিনি ২০ বছর ৪৪ দিনে রবি শাস্ত্রী ১৯৮২ সালে ইংল্যান্ডে অর্ধশতরান করেছিলেন৷ ২০ বছর ১০৮ দিন -মাধব আপ্টে ইংল্যান্ড ১৯৫২-৫৩ সালে অর্ধশতরান করেছিলেন , পৃথ্বী শ ২০১৯-২০ সালে নিউজিল্যান্ডে ২০ বছর ১১২ দিন, ২১ বছর ১২২ দিনে শুভমান গিল অস্ট্রেলিয়ার মাটিতে অর্ধশতরান করেন ৷ তবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের নজির করলেন গিল৷

advertisement

এদিকে এর আগে মেলবোর্নের ব্যর্থতা কাটিয়ে ফের স্বমেজাজে স্টিভ স্মিথ৷ তাঁর দুরন্ত শতরানের সৌজন্যেই সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রানে পৌঁছল অস্ট্রেলিয়া৷ ১৩১ রান করে শেষ পর্যন্ত রান আউট হন স্মিথ৷ ভারতের সবথেকে সফল বোলার রবীন্দ্র জাদেজা৷ চার উইকেট নেওয়ার পাশাপাশি স্মিথকে রান আউটও করেন জাদেজা৷

advertisement

স্মিথের পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রান করেন লাবুশানেও৷ যদিও সকালে বুমরা তাঁকে ফেরানোর পরই অস্ট্রেলীয় ইনিংসে ধস নামে৷ স্মিথ এবং লাবুশানে ছাড়া দ্বিতীয় দিনে সেভাবে বড় রান পাননি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই৷ ভারতের হয়ে দু' উইকেট নেন জশপ্রীত বুমরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

জবাবে ভারতের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত শর্মা ও শুভমন গিল৷ চোট কাটিয়ে এই টেস্টেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন রোহিত৷ মেলবোর্নের পর সিডনিতেও ভাল ফল করতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানকে টপকে যাওয়াই ভারতের লক্ষ্য৷ এ দিনও বৃষ্টিতে বেশ কিছুটা সময় খেলা বন্ধ থাকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কমবয়সে অর্ধশতরান, দিনের শেষে স্কোর ৯৬/২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল