ক্রাইসচার্চে ২০০৯ সালে ভারত ৩৯২ রানের বিশাল স্কোর করেছিল ৷ আর সেটারই ঠিক পিছনে রইল এদিনের হ্যামিলটনে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ৷
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার ৷ দুটি ওপেনারকে তাড়াতাড়ি হারানোর পর অধিনায়ক বিরাটের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে দলের ইনিংস তৈরির কাজ শুরু করেন তরুণ এই ক্রিকেটার ৷ এরপর ধীরে ধীরে দারুণ ইনিংস খেললেন তিনি ৷ ৬৬ বলে ৫০ রান করার পর তিনি ১০১ বলে ১০০ রান করেন ৷ এদিনের ইনিংস সাজানো ১১ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ যদিও ১০৭ বলে ১০৩ রান করে তিনি টিম সাউদির বলে আউট হন তিনি ৷
advertisement
এদিকে আইয়ারের স্থিতধী ইনিংসের সঙ্গে পুশআপ ছিল কেএল রাহুলের ধামাকা ইনিংসের ৷ কেএল রাহুল এখন নিজেকে দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত করে ফেলছেন ৷ ওপেনিং স্লট থেকে সরিয়ে এদিন তাঁকে মিডল অর্ডারে ট্রাই করেছিল টিম ইন্ডিয়া ৷ নম্বর পাঁচে নেমে এদিন তিনি দুরন্ত পারফরম্যান্স করে ফেললেন তিনি ৷ তিনি ৬৪ বলে ৮৮ রান করেন ৷ ১৫ বলে ২৬ রান করেন কেদার যাদব ৷
পরপর দু'টি উইকেট হারানোর ধাক্কার পর শ্রেয়স আইয়ার ও অধিনায়ক বিরাট কোহলি সামলেছিলেন ৷ দলের স্কোরকার্ড এগোনোর সঙ্গে সঙ্গে করছিলেন ইনিংস বিল্ডিং ৷ ৬৩ বলে ৫১ রান করে অবশ্য আউট হয়ে যান তিনি ৷ এদিন তাঁর ইনিংসে সহজাত ব্যাটিং থাকলেও ধামাকা ছিল না ৷ তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে ৷ তবে তাঁকে সোধি বোল্ড করে দেন ৷
এদিকে এর আগে জোড়া অভিষেক খুব একটা সুখের হল না ময়াঙ্ক ও পৃথ্বীর ৷ হ্যামিলটনের সিডন পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিকে ব্যাট করতে নামে নতুন ওপেনিং জুটি ৷ ২১ বলে ২০ করে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ অন্যদিকে ময়াঙ্কও ৩১ বলে ৩২ রান করে আউট হয়ে যান ৷ এদের দুটি উইকেট নেন যথাক্রমে গ্র্যান্ডহোম ও সাউদি ৷ দলের ৫০ রানে পৃথ্বী ও ৫৪ রানে ময়াঙ্কের উইকেট হারায় টিম ইন্ডিয়া ৷
এদিকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টম লাথামের নেতৃত্বাধীন কিউই দল। চোটের কারণে নেই কেন উইলিয়ামসন। দেখে নিন প্রথম ODI তে দুটি দলের প্রথম একাদশ ৷
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
M Guptill, H Nicholls, T Blundell, R Taylor, T Latham, J Neesham, C de Grandhomme, M Santner, I Sodhi, T Southee, H Bennett
ভারতের প্রথম একাদশ
M Agarwal, P Shaw, V Kohli, S Iyer, KL Rahul, K Jadhav, R Jadeja, S Thakur, K Yadav, M Shami, J Bumrah
এদিকে এদিন টসে জেতে নিউজিল্যান্ড ও তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ দেখে নিন টসের মুহূর্ত ৷