TRENDING:

দেওয়ালে হাত ঠোকা থেকে, মাঠে সাপের বিন বাজানো, Virat-এর আবেগ সবসময়েই Viral

Last Updated:

Ind vs Eng: তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক নিজেকে বদলাবেন না বিরাট আর তাঁর এই নাছোড় মানসিকতাতেই ওভালে ইতিহাস গড়ল ভারত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওভাল : বিরাট কোহলি, সবসময়েই স্পেশাল৷ তাঁর সবকিছুই আর পাঁচজনের থেকে আলাদা৷ তাঁর আবেগের প্রকাশ নিয়ে হেডলাইন হয় না এমন হয় না৷ চতুর্থ টেস্ট ম্যাচে বিভিন্ন দিনে বিভিন্ন রকম খেলার ওঠাপড়া চলে৷ আর তার সঙ্গেই চলে বিরাটের মুডের ওঠাপড়াও৷ প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন অধিনায়ক কোহলি৷ তিনি আউট হয়ে যান মইন আলির বলে৷ আর এরপর টেলিভিশন ক্যামেরায় ড্রেসিং রুমে তাঁকে নিজের ওপর হতাশা উগরাতে দেখা যায়৷
Ind vs Eng: Virat Kohli's different emptional expressions goes viral- Photo Courtesy- Twitter
Ind vs Eng: Virat Kohli's different emptional expressions goes viral- Photo Courtesy- Twitter
advertisement

সেখানে তিনি দেওয়ালে ঘুঁসি মারছেন এরকম দেখা যায়৷ আর সেই ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷

আসলে অধিনায়ক কোহলি এই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন৷ আর তাই এই টেস্টে ফের একবার নিজেকে প্রমাণ করার ছিল৷ তাই এই হতাশাও ছিল চোখে পড়ার মতো৷

advertisement

আবার এই ম্যাচেই চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের একের পর এক উইকেট যখন পড়ছে আর ম্যাচ জয়ের দমদার গন্ধ ভারত পাচ্ছে তখন বিরাটের সেলিব্রেশন স্পেশাল হবে না তা কি হতে পারে৷ তাই এদিন বিরাট একেবারে মাঠের মধ্যে হাতে বাঁশি বাজানোর ভঙ্গি করতে শুরু করেন৷ অনেকটা সাপকে বিন বাজিয়ে যে ধারায় বশ করে এটাও সেই ধরণের সেলিব্রেশন ছিল৷

advertisement

ব্যাস কোহলির এই বাঁশি বাজানোর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরা জোর চর্চা শুরু করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

এদিকে বিরাটও এদিন সিরিজে এগিয়ে যাওয়ার পর নিজের দলের ক্রিকেটারদের পাশাপাশি বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ সমস্ত বোলারদের পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেন শার্দুল ঠাকুরের নাম, কারণ শার্দুল গুরুত্ব সময়ে বল হাতে ব্রেক থ্রু দেওয়ার পাশাপাশি দুই ইনিংসেই ব্যাট হাতেও সফল৷

বাংলা খবর/ খবর/খেলা/
দেওয়ালে হাত ঠোকা থেকে, মাঠে সাপের বিন বাজানো, Virat-এর আবেগ সবসময়েই Viral
Open in App
হোম
খবর
ফটো
লোকাল