সেখানে তিনি দেওয়ালে ঘুঁসি মারছেন এরকম দেখা যায়৷ আর সেই ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷
আসলে অধিনায়ক কোহলি এই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন৷ আর তাই এই টেস্টে ফের একবার নিজেকে প্রমাণ করার ছিল৷ তাই এই হতাশাও ছিল চোখে পড়ার মতো৷
advertisement
আবার এই ম্যাচেই চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের একের পর এক উইকেট যখন পড়ছে আর ম্যাচ জয়ের দমদার গন্ধ ভারত পাচ্ছে তখন বিরাটের সেলিব্রেশন স্পেশাল হবে না তা কি হতে পারে৷ তাই এদিন বিরাট একেবারে মাঠের মধ্যে হাতে বাঁশি বাজানোর ভঙ্গি করতে শুরু করেন৷ অনেকটা সাপকে বিন বাজিয়ে যে ধারায় বশ করে এটাও সেই ধরণের সেলিব্রেশন ছিল৷
ব্যাস কোহলির এই বাঁশি বাজানোর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরা জোর চর্চা শুরু করেন৷
এদিকে বিরাটও এদিন সিরিজে এগিয়ে যাওয়ার পর নিজের দলের ক্রিকেটারদের পাশাপাশি বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ সমস্ত বোলারদের পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেন শার্দুল ঠাকুরের নাম, কারণ শার্দুল গুরুত্ব সময়ে বল হাতে ব্রেক থ্রু দেওয়ার পাশাপাশি দুই ইনিংসেই ব্যাট হাতেও সফল৷
