ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে ওভালে খেলা হচ্ছিল যখন তখন মহম্মদ কাইফ ও বীরেন্দ্র সেহওয়াগ কমেন্ট্রি করছিলেন৷ এরমধ্যেই এক দর্শক তাঁকে মনে করিয়ে দেন শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে খেলার সময় তিনি কথা দিয়েছিলেন৷ কাইফ জানিয়েছেন যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জেতে তাহলে তিনি নাগিন ডান্স করবেন৷ ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভিউ পাচ্ছে৷ দেখে নিন মহম্মদ কাইফের নাগিন ডান্সের ভাইরাল ভিডিও৷
advertisement
মহম্মদ কাইফ নাগিন ডান্সের ভিডিও শেয়ার করে বলেছেন, ‘‘ভাইলোগ আপ কি ফরমাইশ পে ভারত কি জিত কে লিয়ে কুছ ভি, চাহে কিতনা ভি অজীব কিঁউ ন হো...
উল্লেখ্য কমেন্ট্রি -র সময় বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফকে মজায় বলেন তুমি কথা দিয়েছিলেন এবার সেটা পালন করুন৷ তখন কাইফ বলেন টিম ইন্ডিয়া ওভাল টেস্টে জিতলে তাঁর নাগিন ডান্স দেখা যাবে৷ ভারত ওভালে চতুর্থ টেস্টে ১৫৭ রানে হেরেছে ইংল্যান্ড৷ ভারত সিরিজে ২-১ এগিয়ে গেছে৷
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট অর্থাৎ শেষ টেস্ট ১০ সেপ্টেম্বরে ম্যানচেস্টারে খেলা হবে৷ ইংল্যান্ড এই টেস্টে নিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে৷ তারা দলে অতিরিক্ত স্পিনার জ্যাক লিচের নামও অন্তর্ভুক্ত করেছে৷ সেখানে ভারতীয় দলের বদলের সম্ভবনা রয়েছে৷ রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার চোট রয়েছে৷ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিং তাঁরা করেননি৷