এই মুহূর্তে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিনি ৫০ বলে ৯৪ রান করেছিলেন ৷ আর এই ইনিংসের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন ৷ এই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পরিসংখ্যান বইয়ে একটা জায়গা করে নিয়েছিলেন ৷ সেই অনুযায়ি এখন আফগানিস্তানের মহম্মদ নবী -র সঙ্গে পোডিয়াম শেয়ার করেছেন ৷ এই দুই ক্রিকেটারই টি -টোয়েন্টিতে সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ৷ ১২ বার এই পুরস্কার পেয়েছেন তাঁরা ৷
advertisement
আরও পড়ুন - বিয়ের পর বোনকে বিদায় করার সময় দাদা যা করলেন, দেখুন Viral Tiktok ভিডিও
বুধবার আরব সাগরের তিরে কি আরও একটা ম্যান অফ দ্য ম্যাচ অপেক্ষা করে রয়েছে ক্যাপ্টেন কোহলির জন্যে ? তাহলেই ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি ম্যান দ্য ম্যাচের কৃতিত্বের পালকও তার মুকুটেই থাকবে ৷
এদিকে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের তালিকায় রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি ৷ নবী ৭৫ ম্যাচ খেলে ১২বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন , ৭৪ বার খেলে ১২ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি ৷ তবে শহিদ আফ্রিদি এই দুই ক্রিকেটারের থেকে অনেকগুলি বেশি ম্যাচ খেলে ১১ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ৷ ৯৯ টি ম্যাচ খেলে ১১ বার সেরা হয়েছেন আফ্রিদি ৷
আরও দেখুন