TRENDING:

ICC T20 World Cup 2021: প্রথমবার পাওয়া যাবে DRS সুযোগ, কতগুলি করে মিলবে সুযোগ

Last Updated:

ICC T20 World Cup 2021 নিয়মে কী কী বদল আনল আইসিসি (ICC)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (ICC T20 World Cup 2021) ৷ এবারই প্রথম পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে ডিআরএস (DRS ) ব্যবহার করা হবে৷ আইসিসি এই টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন জারি করেছে৷ প্রত্যেক দল নিজের নিজের ইনিংসে দুটি করে রিভিউ পাবেন৷ দুই দলের অধিনায়কের কাছে নিজেদের ইনিংসে দুবার ফিল্ড আম্পায়রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অধিকার থাকবে৷ যদি রিভিউ নিয়ে টিভি আম্পায়রের সিদ্ধান্ত বদলের চ্যালেঞ্জ সফল হয় তাহলে তা বজায় থাকবে৷ সিদ্ধান্ত তাঁদের পক্ষে না গেলে অধিনায়ক ডিআরএস (DRS) নষ্ট করে ফেলবে৷
ICC T20 World Cup 2021: drs will be used for 1st time in men's t20 world cup- Photo- File
ICC T20 World Cup 2021: drs will be used for 1st time in men's t20 world cup- Photo- File
advertisement

আইসিসি (ICC) গভর্নিং কাউন্সিলের গত জুন মাসে করোনা মহামারির দরুণ অনেক অভিজ্ঞ আম্পায়রকে পাওয়া যাবে না৷ তাই প্রতি ফর্ম্যাটেই অসফল রিভিউ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ আইসিসি এই সিদ্ধান্তের পর টি টোয়েন্টি ও ওয়ানডে-তে দুটি করে রিভিউ রয়েছে৷ টেস্টে তাদের ইনিংসে এই রিভিউ ৩ টি করে সুযোগ পাওয়া যায়৷

ইএসপিএন ক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ি আইসিসি দেরি  ও বৃষ্টির কারণে নূন্যতম ওভারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজের দরুণ প্রতিটা দলকে ডার্কওয়ার্থ লুইস নিয়মের দরুণ অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হবে৷ বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) নিয়ম লাগু করা হবে৷ কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে বৃষ্টি হলে ওভারে বেড়ে যাবে৷

advertisement

আরও পড়ুন -IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর...

এর জন্য দলগুলিকে অন্তত ১০ ওভার করে খেলা হবে৷ যা গত বছরের মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও করা হয়েছিল৷ আসলে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচ সিডনিতে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর  নিয়ম নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল৷ তখন রিজার্ভ ডে ছিল না৷ ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল৷

advertisement

আরও পড়ুন - ২১-র টগবগে যুবতী চুটিয়ে প্রেম করছেন ৫৫ -র বৃদ্ধর সঙ্গে, খুল্লমখুল্লা বললেন সব সিক্রেট

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

আইসিসি  কোনও আন্তর্জাতিক টি টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস প্রথমবার ব্যবহার করা হয়৷ সেটা ২০১৮ তে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ছিল৷ তখন দলগুলির কাছে একটি করে রিভিউ ছিল৷ ২০২০ তে এটা ব্যবহার হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: প্রথমবার পাওয়া যাবে DRS সুযোগ, কতগুলি করে মিলবে সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল