আইসিসি (ICC) গভর্নিং কাউন্সিলের গত জুন মাসে করোনা মহামারির দরুণ অনেক অভিজ্ঞ আম্পায়রকে পাওয়া যাবে না৷ তাই প্রতি ফর্ম্যাটেই অসফল রিভিউ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ আইসিসি এই সিদ্ধান্তের পর টি টোয়েন্টি ও ওয়ানডে-তে দুটি করে রিভিউ রয়েছে৷ টেস্টে তাদের ইনিংসে এই রিভিউ ৩ টি করে সুযোগ পাওয়া যায়৷
ইএসপিএন ক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ি আইসিসি দেরি ও বৃষ্টির কারণে নূন্যতম ওভারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজের দরুণ প্রতিটা দলকে ডার্কওয়ার্থ লুইস নিয়মের দরুণ অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হবে৷ বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) নিয়ম লাগু করা হবে৷ কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে বৃষ্টি হলে ওভারে বেড়ে যাবে৷
advertisement
আরও পড়ুন -IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর...
এর জন্য দলগুলিকে অন্তত ১০ ওভার করে খেলা হবে৷ যা গত বছরের মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও করা হয়েছিল৷ আসলে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচ সিডনিতে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর নিয়ম নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল৷ তখন রিজার্ভ ডে ছিল না৷ ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল৷
আরও পড়ুন - ২১-র টগবগে যুবতী চুটিয়ে প্রেম করছেন ৫৫ -র বৃদ্ধর সঙ্গে, খুল্লমখুল্লা বললেন সব সিক্রেট
আইসিসি কোনও আন্তর্জাতিক টি টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস প্রথমবার ব্যবহার করা হয়৷ সেটা ২০১৮ তে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ছিল৷ তখন দলগুলির কাছে একটি করে রিভিউ ছিল৷ ২০২০ তে এটা ব্যবহার হয়েছিল৷